Dinesh Trivedi Resigns From Rajyasabha: রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূলের দীনেশ ত্রিবেদী

রাজ্যসভার (Rajyasabha) সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন দীনেশ ত্রিবেদী (Dinesh Trivedi)। আজ রাজ্যসভায় একথা ঘোষণা করেন তিনি। রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানকে তিনি জানিয়ে দেন ইস্তফার কথা তিনি বলেন, "আমার দলের প্রতি কৃতজ্ঞ যে তারা আমাকে এখানে পাঠিয়েছে। দলে এখন দম বন্ধ হয়ে যাচ্ছে। আর চুপ করে থাকতে পারছি না। আমি আজ রাজ্যসভা থেকে পদত্যাগ করছি। আমার রাজ্যে হিংসার ঘটনা ঘটছে। আমরা এখানে কিছু বলতে পারি না। আমার আত্মা আমাকে বলে যে আপনি যদি এখানে বসে কিছু করতে না পারেন তবে আপনাকে অবশ্যই পদত্যাগ করতে হবে। আমি মানুষের পক্ষে কাজ চালিয়ে যাব।"

দীনেশ ত্রিবেদী

নতুন দিল্লি, ১২ ফেব্রুয়ারি: রাজ্যসভার (Rajyasabha) সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন দীনেশ ত্রিবেদী (Dinesh Trivedi)। আজ রাজ্যসভায় একথা ঘোষণা করেন তিনি। রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানকে তিনি জানিয়ে দেন ইস্তফার কথা তিনি বলেন, "আমার দলের প্রতি কৃতজ্ঞ যে তারা আমাকে এখানে পাঠিয়েছে। দলে এখন দম বন্ধ হয়ে যাচ্ছে। আর চুপ করে থাকতে পারছি না। আমি আজ রাজ্যসভা থেকে পদত্যাগ করছি। আমার রাজ্যে হিংসার ঘটনা ঘটছে। আমরা এখানে কিছু বলতে পারি না। আমার আত্মা আমাকে বলে যে আপনি যদি এখানে বসে কিছু করতে না পারেন তবে আপনাকে অবশ্যই পদত্যাগ করতে হবে। আমি মানুষের পক্ষে কাজ চালিয়ে যাব।"

দীনেশ ত্রিবেদীর পদত্যাগের খবর তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, ওনার কয়েকটি বিষয়ে অসন্তোষ ছিল। তবে তিনি পদত্যাগ করবেন তা জানতাম না। ভোটের আগে এটা হলেই ভালো হত। আমরা দুঃখিত।

গতবারের লোকসভা নির্বাচনে ব্যারাকপুর কেন্দ্রে তৃণমূল ছেড়ে BJP-তে যাওয়া অর্জুন সিংয়ের কাছে হেরে যান দীনেশ। এরপরই রাজ্যসভায় তাঁকে পাঠায় তৃণমূল কংগ্রেস।