Mamata Bala Thakur: রাজ্যসভা নির্বাচনে মমতাবালা ঠাকুর, সাংবাদিক সাগরিকা ঘোষকে প্রার্থী তৃণমূলের, মতুয়া গড় উদ্ধারে মমতার বাজি মমতাই

আসন্ন রাজ্যসভার নির্বাচনে চারটি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের প্রার্থী তালিকায় দুটি বড় চমক। সর্বভারতীয় সংবাদমাধ্যমে নামী সাংবাদিক সাগরিকা ঘোষকে রাজ্যসভার প্রার্থী করলেন মমতা।

Photo Credits: ANI

আসন্ন রাজ্যসভার নির্বাচনে চারটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের প্রার্থী তালিকায় দুটি বড় চমক। সর্বভারতীয় সংবাদমাধ্যমের নামী সাংবাদিক সাগরিকা ঘোষ (Sagarika Ghose)-কে রাজ্যসভার প্রার্থী করলেন মমতা। নাজিমুল হক ( Nadimul Haque), সুস্মিতা দেব  (Sushmita Dev)-দের মনোনয়ন দেওয়ার পাশাপাশি জোড়া ফুলের রাজ্যসভায় প্রার্থী তালিকায় চমক মতুয়া নেত্রী তথা বনগাঁর প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুর (Mamata Bala Thakur)। মতুয়া মন জিততে বড়মা-র পুত্রবধূ মমতাকে রাজ্যসভা পাঠাচ্ছেন দিদি।

লোকসভা নির্বাচনের আগে সিএএ নিয়ে তোলপাড়ের আগে বনগাঁ-র প্রাক্তন সাংসদ মমতাকে রাজ্যসভায় প্রার্থী করে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাজিমাত করলেন বলে রাজনৈতিক বিশেষজ্ঞমহলের মত। মতুয়া ভোটের সিংহভাগ পেয়ে ২০১৯ লোকসভা নির্বাচনে বনগাঁ ও রানাঘাটে বড় ব্যবধানে জেতে বিজেপি। ২০২১ বিধানসভায় গোটা রাজ্যে বিজেপির কার্যত ভরাডুবি হলেও মতুয়াদের ভোট পেয়ে বনগাঁ, রানাঘাটে বেশ ভাল ফলই করেছিল পদ্ম শিবির। আরও পড়ুন-রাজ্যে বাম-কংগ্রেস-আইএসএফ জোট! ২০:২০:২ ফর্মুলায় লড়বেন অধীর-বিমান-নওশাদরা?

এবার পদ্মের মতুয়া গড়ে ফাটল ধরাতে মমতাকে রাজ্যসভায় পাঠাচ্ছেন। ২০১৯ লোকসভা নির্বাচনে বড় মা-র নাতি শান্তনু ঠাকুরের কাছে হেরেছিলেন মতুয়া সমাজের বড়মা-র পুত্রবধূ মমতাবালা। তার আগে বড় মা-র বড় ছেলে সাংসদ কপিল কৃষ্ণ ঠাকুরের মৃত্যুর এক বছর পর ২০১৫ সালে বনগাঁ লোকসভায় উপনির্বাচনে জিতে সাংসদ হয়েথিলেন মমতাবালা ঠাকুর।

দেখুন খবরটি

মমতাবালা ঠাকুরের পাশাপাশি রাজ্যসভায় দলের দুই সাংসদ সুস্মিতা দেব ও নাদিমুল হকের মেয়াদ বাড়াতে তাঁদের নাম প্রার্থী তালিকায় রাখল জোড়া ফুল শিবির। তবে রাজ্যসভায় মেয়াদ শেষ হতে চলা-শুভাশিস চক্রবর্তী, আবির বিশ্বাস এবং শান্তনু সেনের নাম তৃণমূলের প্রার্থী তালিকায় নেই।

বাংলায় রাজ্যসভার পাঁচটি আসনে নির্বাচন হবে। পরিষদীয় অঙ্কের হিসাবে, এ বার চারটি আসনে তৃণমূল এবং একটিতে বিজেপির জয়ের সম্ভাবনা রয়েছে। কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি বাংলা থেকে রাজ্যসভায় নির্বাচিত হয়েছিলেন। তাঁর মেয়াদ শেষ হতে চলেছে।