Tapas Roy: 'মাননীয়া আমার খোঁজ নেননি'! ভারাক্রান্ত মনে দল ছাড়ছেন তৃণমূল বিধায়ক তাপস রায়

কলকাতা, ৪ মার্চ: জল্পনা বেশ কয়েকদিন ধরেই চলছিল। কার্যত একরাশ ক্ষোভ নিয়ে অবশেষে দল ছাড়ার কথা ঘোষণা করলেন তৃণমূলের বর্ষীয়ান নেতা তথা বরানগরের বিধায়ক তাপস রায় (Tapas Roy)। দল ছাড়ার কথা সামনে আসতেই তড়িঘড়ি বিধায়কের বাড়িতে চলে যান মন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) এবং তৃণমূল নেতা কুনাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর কাছে হাজার অনুরোধ করলেও তাপস রায় স্পষ্ট জানিয়ে দেন, তিনি আর তৃণমূলে থাকবেন না। কার্যত দু'ঘন্টারও বেশি সময় ধরে রুদ্ধদ্বার বৈঠকের পর তাপসের বাড়ি থেকে বেরিয়ে যায় তৃণমূলের প্রতিনিধি দল।

এরপর সাংবাদিক বৈঠকে তাপস রায় জানান, ১২ জানুয়ারি পুর দুর্নীতি মামলায় ইডি হানার পর মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বিধানসভায় শেখ শাহাজাহানের নাম উল্লেখ করলেও তাঁর নামে কোনও মন্তব্য করেননি। ইডি হানার পর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাঁর কোনও খোজখবরই নেয়নি বলে দাবি করেন বিধায়ক। এই নিয়ে তাঁর মন্তব্য, দল পাশে না থাকায় তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন। আর তাই তিনি তৃণমূল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সাংবাদিক বৈঠকের পর তাপস রায় বউবাজারের বাড়ি সোজা চলে যান বিধানসভায়। সূত্রের খবর, আজই বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন তিনি। এদিন সরকারি গাড়ি না নিয়ে ব্যক্তিগত গাড়ি করে যান তিনি। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করছেন তাপস রায়। তারপর তাঁর সামনে ইস্তফাপত্র লিখে বিধায়ক পদ থেকে পদত্যাগ করলেন তিনি। সূত্রের খবর, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তাঁর।