Tirupati Temple: মহামারী করোনার গ্রাসে তিরুমালা তিরুপতি মন্দিরের ৭৪৩ জন কর্মী, মৃত ৩

এবার পুরোহিত-সহ তিরুমালা তিরুপতি মন্দিরের (Tirupati Temple) প্রায় ৭৪৩ জন কর্মী করোনায় আক্রান্ত হলেন। লকডাউন শিথিল হওয়ার পরে পরেই পুণ্যার্থীদের জন্য তিরুপতি মন্দির খুলেছে। তারপর থেকেই মন্দিরেরর পুরোহিত ও কর্মীরা একের পর এক সংক্রামিত হয়ে চলেছেন। ইতিমধ্যেই সংক্রমণের জেরে তিরুপতি মন্দিরের তিন কর্মীর মৃত্যুও হয়েছে। তিরুমালা তিরুপতি মন্দিরের আক্রান্ত কর্মীদের মধ্যে ৪০২ জন সুস্থ হয়ে উঠেছেন। বাকি ৩৩৮ জন সংক্রামিত এখনও চিকিৎসাধীন। তবে পুণ্যার্থীদের কেউই করোনায় আক্রান্ত হননি বলেই খবর। লকডাউন শিথিল হওয়ার পর মন্দির খুললে গত জুলাইতেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ২.৩৮ লক্ষ পুণ্যার্থী ভগবান ভেঙ্কটেশ্বরের দর্শনে তিরুপতিতে এসেছেন।

তিরুপতি মন্দিরের ফাইল ছবি (Photo Credits: PTI)

তিরুপতি, ১০ আগস্ট: এবার পুরোহিত-সহ তিরুমালা তিরুপতি মন্দিরের (Tirupati Temple) প্রায় ৭৪৩ জন কর্মী করোনায় আক্রান্ত হলেন। লকডাউন শিথিল হওয়ার পরে পরেই পুণ্যার্থীদের জন্য তিরুপতি মন্দির খুলেছে। তারপর থেকেই মন্দিরেরর পুরোহিত ও কর্মীরা একের পর এক সংক্রামিত হয়ে চলেছেন। ইতিমধ্যেই সংক্রমণের জেরে তিরুপতি মন্দিরের তিন কর্মীর মৃত্যুও হয়েছে। তিরুমালা তিরুপতি মন্দিরের আক্রান্ত কর্মীদের মধ্যে ৪০২ জন সুস্থ হয়ে উঠেছেন। বাকি ৩৩৮ জন সংক্রামিত এখনও চিকিৎসাধীন। তবে পুণ্যার্থীদের কেউই করোনায় আক্রান্ত হননি বলেই খবর। লকডাউন শিথিল হওয়ার পর মন্দির খুললে গত জুলাইতেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ২.৩৮ লক্ষ পুণ্যার্থী ভগবান ভেঙ্কটেশ্বরের দর্শনে তিরুপতিতে এসেছেন। আরও পড়ুন-COVID-19 Recovery In India: মাত্রাতিরিক্ত সংক্রমণের মধ্যেই ভারতে কোভিড জয়ীর সংখ্যা প্রায় ১৫ লাখ, জানালো স্বাস্থ্য মন্ত্রক

জুলাইতেই প্রণামী বাবদ মন্দিরের আয় হয়েছে ১৬.৬৯ কোটি টাকা। এরমধ্যে ৩ কোটি ৯৭ লক্ষ টাকা জমা পড়েছে অনলাইনের মাধ্যমে। তবে সেখানকার এক টিটিডি অফিসার অনিল কুমার সিংয়ের বক্তব্য, শুধু তিরুপতি মন্দিরের কর্মীরাই করোনায় আক্রান্ত হচ্ছেন, এমনটা নয়। গোটা রাজ্যেই সংক্রমণ বেড়েছে। দেশের অবস্থাও তথৈবচ, হু হু করে সংক্রমণের সংখ্যা বেড়ে চলেছে।

লকডাউনের জেরে ৮০ দিন বন্ধ থাকার পর গত ৮ জুন অন্ধ্রপ্রদেশের তিরুমালা তিরুপতির মন্দিরের দরজা ভক্তদের জন্য খুলে দেওয়া হয়। এরপর বেশ কয়েকদিন সেখানে পুণ্যার্থীদের ঢল নেমেছিল। এক একদিনে ৬ হাজার পুণ্যার্থী ভগবান ভেঙ্কটেশ্বরের দর্শন করেছেন। তবে পরের দিকে দৈনন্দিন দর্শাণার্থীর সংখ্যা ১২ হাজারের কোঠা ছুঁয়ে ফেলে।