Rajasthan Tiger Death: কড়া ঘুমের ওষুধের জের! মধ্যপ্রদেশ থেকে রাজস্থানের অভয়ারণ্যে আসার পরেই মৃত মানুষখেকো চিক্কু

মধ্যপ্রদেশের রণথম্ভোর টাইগার রির্জাভ থেকে মঙ্গলবার রাজস্থানের উদয়পুরের সজ্জনগড় বায়োলজিক্যাল পার্কে নিয়ে আসা হয়েছিল টি-১০৪ বা চিক্কু ডাকনামের মানুষখেকো বাঘটি। আর বুধবারই তাকে মৃত বলে ঘোষণা করা হল রাজস্থান বন দফতরের সূত্রে।

Photo Credits: IANS

উদয়পুর: মধ্যপ্রদেশের (Madhya Pradesh) রণথম্ভোর টাইগার রির্জাভ (Ranthambore reserve) থেকে মঙ্গলবার রাজস্থানের উদয়পুরের সজ্জনগড় বায়োলজিক্যাল পার্কে নিয়ে আসা হয়েছিল টি-১০৪ বা চিক্কু ডাকনামের মানুষখেকো বাঘটি। আর বুধবারই তাকে মৃত বলে ঘোষণা করা হল রাজস্থান বন দফতরের সূত্রে।

তাদের তরফে বাঘটির মৃত্যুর খবর দিলেও ঠিক কী কারণে তার মৃত্যু হল তা ময়নাতদন্তের পরেই বলা সম্ভব হবে বলে জানানো হয়েছে। তবে প্রাথমিকভাবে ঘুমের ওষুধ বেশি প্রয়োগ করার কারণেই চিক্কুর মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।

এপ্রসঙ্গে জেলা বন আধিকারিক অজয় ছিত্তোরা বলেন, মঙ্গলবার টি-১০৪ বাঘটিকে বায়োলজিক্যাল পার্কে আনা হয়েছিল। তারপর এখানে পর্যবেক্ষণে ছিল সে। আসার পরে কিছু খাবার খাওয়ার পরে সাধারণ আচরণই করছিল। কিন্ত, রাতের দিকে আচমকা বাঘটির শরীর খারাপ হতে শুরু করে আর বুধবার সকালে তার মৃত্যু হয়। ঠিক কী কারণে বাঘটির মৃত্যু হল তা এখনও জানা যায়নি। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হবে।

বন দফতর সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা ৬.৩০ নাগাদ বাঘটিকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছিল। তারপর গরমের জন্য গাড়িতে বরফের চাঙড় দিয়ে তাঁকে রাজস্থানে আনা হয়।

মধ্যপ্রদেশের কারাউলি জেলায় ২০১৯ সালে তিন জনকে খুন করার জন্য মানুষখেকো তকমা দেওয়া হয়।