Delhi Accident: দিল্লিতে বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম তিন শিশু, দেখুন ঘটনাস্থলের ভিডিয়ো
ইতিমধ্যে এই বিষয়ে ভারতীয় দণ্ডবিধির ২৭৯ ও ৩৩৭ ধারায় একটি এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। খুব তাড়াতাড়ি ওই গাড়ির চালকের বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছে তারা।
দিল্লি: বেপরোয়া একটি গাড়ির ধাক্কায় জখম হল তিন শিশু। শনিবার সকালে মর্মান্তিক দুর্ঘটনাটি (Delhi Accident) ঘটেছে দিল্লির (Delhi) গুলাবি বাগ (Gulabi Bagh) এলাকায়। জখম শিশুদের হাসপাতালে নিয়ে যাওয়ার পর দুজনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। তবে একজনের আঘাত গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টা নাগাদ গুলাবি বাগ এলাকার একটি ফুটপাতে দাঁড়িয়ে থাকা তিন শিশুকে সজোরে গাড়ি নিয়ে এসে ধাক্কা মারে প্রতাপ নগরের বাসিন্দা ৩০ বছরের যুবক গজেন্দ্র। লীলাবতী স্কুলের কাছে এসে ওই যুবক নিয়ন্ত্রণ হারিয়ে শিশুদের ধাক্কা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ৪ থেকে ১০ বছর বয়সী ওই জখম শিশুদের উদ্ধার করে স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে দুজনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হলেও ৬ বছর বয়সী নাবালককে হাসপাতালে রেখে পর্যবেক্ষণ চালানো হচ্ছে।
ইতিমধ্যে এই বিষয়ে ভারতীয় দণ্ডবিধির ২৭৯ ও ৩৩৭ ধারায় একটি এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। খুব তাড়াতাড়ি ওই গাড়ির চালকের বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছে তারা। আরও পড়ুন: Andhra Pradesh Shocker: ডিভোর্সের ছক! গর্ভবতী স্ত্রীর রক্তে HIV সংক্রমিত রক্ত ঢুকিয়ে ধৃত স্বামী
এদিকে এই দুর্ঘটনার ভিডিয়ো ভাইরাল হওয়ার পরে তা দেখে শিউরে উঠেছেন নেটিজেনরা।
দেখুন ভিডিয়ো: