Greater Noida: নির্মীয়মান বাড়ির দেওয়াল ভেঙে মৃত্যু ৩ শিশুর! গুরুতর আহত ৫ জন ভর্তি হাসপাতালে
দিল্লির বসন্ত বিহারের পর এবার উত্তর প্রদেশের গ্রেটারর নয়ডা (Greater Noida)। নির্মীয়মান বাড়ির দেওয়াল ভেঙে মৃত্যু হল ৩ জন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে আরও ৫ জন। গত শুক্রবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে গ্রেটার নয়ডার দাদরি এলাকার খোদনা কালান গ্রামে। জানা যাচ্ছে সদ্য নির্মীত ওই বাড়িতে গতকাল রাতে একসঙ্গে ৮জন শিশু ঘুমোচ্ছিল। সেই সময় বাইরে প্রবল বৃষ্টি হচ্ছিল। আর তাতেই বাড়ির একাংশ ভেঙে বাচ্চাদের ওপরেই পড়ে। আর তাতেই মৃত্যু হয় ৩ জন শিশুর।
এই ঘটনার পর ৮ শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ৩ জনকে চিকিৎসকরাই মৃত বলে ঘোষণা করে। বাকি ৫ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। আহতদের চিকিৎসা সংক্রান্ত যাবতীয় খরচ বহন করবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন, অন্যদিকে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার থেকে হওয়া একটানা বৃষ্টিপাতের কারণে দিল্লিসহ উত্তর প্রদেশের একাংশ জলমগ্ন রয়েছে। মরসুমের প্রথম বৃষ্টিতেই এই দুই রাজ্য থেকে একের পর এক মৃত্যুর খবর সামনে আসছে। গতকাল সকালে দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ১-এর ছাঁদ ভেঙে মৃত্যু হয়েছে একজনের, আহত ৩ জন। অন্যদিকে বসন্ত বিহারে নির্মীয়মান এক বহুতলের দেওয়াল ভেঙে একজনের মৃত্যু হয়েছে। আটকে রয়েছেন আরও দুজন।