Duronto Express Derailed: ওড়িশার হরিদাসপুরে যশবন্তপুর-হাওড়া দুরন্ত এক্সপ্রেস লাইনচ্যুত
যশবন্তপুর-হাওড়া দুরন্ত এক্সপ্রেসের (Howrah-Yeswantpur Duronto Express) লাইনচ্যুত হয়েছে। ওড়িশার (Odisha) হরিদাসপুর স্টেশনে (Haridaspur Station) এই ঘটনা ঘটে। সব যাত্রীরা অক্ষত আছেন বলে জানা গিয়েছে রেল সূত্রে।
ভুবনেশ্বর, ৩ ডিসেম্বর: যশবন্তপুর-হাওড়া দুরন্ত এক্সপ্রেসের (Howrah-Yeswantpur Duronto Express) লাইনচ্যুত হয়েছে। ওড়িশার (Odisha) হরিদাসপুর স্টেশনে (Haridaspur Station) এই ঘটনা ঘটে। সব যাত্রীরা অক্ষত আছেন বলে জানা গিয়েছে রেল সূত্রে।
জানা যাচ্ছে, বেলা ১১টা ১৪ নাগাদ হরিদাসপুর রেল স্টেশন ইয়ার্ডের মধ্য দিয়ে যাওয়ার সময় প্রথমে লাইনচ্যুত হয় দুরন্ত এক্সপ্রেসের হাই ক্যাপাসিটি পার্সেল ভ্যানের সামনের দু'টি চাকা। ক্ষতিগ্রস্ত কোচটি ইঞ্জিনের পরেই রয়েছে। সকল যাত্রী নিরাপদে রয়েছেন। সমস্ত যাত্রীবাহী কোচ অন্য ইঞ্জিনের সঙ্গে যুক্ত করে গন্তব্যে পাঠানো হবে।
দেখুন ছবি:
এই ঘটনা খড়গ-ভুবনেশ্বর মেন লাইনের ট্রেন চলাচলে কোনও প্রভাব ফেলবে না। ক্ষতিগ্রস্ত কোচগুলিকে লাইনে তোলার কাজ শুরু হয়েছে।