Bihar: 'যারা মদ্যপান করে তারা ভারতীয় নয়, তারা মহাপাপী', বললেন নীতীশ কুমার

যারা মদ্যপান (Liquor) করে তারা ভারতীয় নয়, তারা মহাপাপী।" গতকাল বিহার বিধনসভায় এই মন্তব্য করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Bihar CM Nitish Kumar)। বিহারে বারবার বিষ মদ খেয়ে মৃত্যুর ঘটনায় সমালোচনার মুখে পড়েছেন নীতীশ। গতকাল তিনি বলেছেন যে বিষ মদ খেয়ে মারা যাওয়া লোকজনের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার জন্য রাজ্য সরকারকে দায়বদ্ধ করা যাবে না। তাঁর মতে, ক্ষতিকারক জেনেও লোকজন মদ খায়। তাই পরিণতির জন্য নিজেরাই দায়ী, রাজ্য সরকার নয়। এটা তাদের দোষ। তারা জেনেও মদ খায়।।

Nitish Kumar (Photo Credits: ANI)

পাটনা, ৩১ মার্চ: "যারা মদ্যপান (Liquor) করে তারা ভারতীয় নয়, তারা মহাপাপী।" গতকাল বিহার বিধনসভায় এই মন্তব্য করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Bihar CM Nitish Kumar)। বিহারে বারবার বিষ মদ খেয়ে মৃত্যুর ঘটনায় সমালোচনার মুখে পড়েছেন নীতীশ। গতকাল তিনি বলেছেন যে বিষ মদ খেয়ে মারা যাওয়া লোকজনের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার জন্য রাজ্য সরকারকে দায়বদ্ধ করা যাবে না। তাঁর মতে, ক্ষতিকারক জেনেও লোকজন মদ খায়। তাই পরিণতির জন্য নিজেরাই দায়ী, রাজ্য সরকার নয়। এটা তাদের দোষ। তারা জেনেও মদ খায়।।

মুখ্যমন্ত্রী বলেন, "মহাত্মা গান্ধীও (Mahatma Gandhi) মদ খাওয়ার বিরোধিতা করেছিলেন এবং যারা তাঁর নীতির বিরুদ্ধে যায় তারা মহাপাপী। আমি এই লোকদের ভারতীয় মনে করি না।" আরও পড়ুন: Protest Against Fuel Price Hike: জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাহুল গান্ধীর নেতৃত্বে দিল্লিতে বিক্ষোভ কংগ্রেসের, দেখুন ভিডিও

শুনুন নীতীশ কুমারের বক্তব্য: 

গতকাল বিহার বিধানসভা একটি সংশোধনী বিল পাস করেছে সরকার। বিলে মদ্যপান সংক্রান্ত নিষেধাজ্ঞা কম কঠোর করা হয়েছে। ২০১৬ সালের এপ্রিল মাসে বিহারে মদ বিক্রি এবং মদ্যপান নিষিদ্ধ করেছিল বিহার সরকার৷