Amit Shah: এবারের ভোট কর্ণাটকের ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়ার, বললেন শাহ

কর্ণাটক বিধানসভা নির্বাচনের আগে শাসক দল বিজেপি ভাল জায়গায় নেই। বরং প্রচারে ঝড় তুলছে কংগ্রেস।

অমিত শাহ (Photo Credit: IANS)

বেঙ্গালুরু, ২৫ এপ্রিল: কর্ণাটক বিধানসভা নির্বাচনের (Karnataka Elections 2023) আগে শাসক দল বিজেপি (BJP) ভাল জায়গায় নেই। বরং প্রচারে ঝড় তুলছে কংগ্রেস। এখান থেকে বিজেপি-তে বাঁচাতে পারে নরেন্দ্র মোদী (Narendra Modi) ঝড়। কর্ণাটকে প্রচারে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ সরাসরি বুঝিয়ে দিলেন সেই কথা। কর্ণাটকের মুখ্যমন্ত্রী নয়, রাজ্যের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী মোদীর হাতে তুলে দেওয়ার কথা বললেন শাহ।

পুরোপুরি মোদীকে সামনে রেখেই কর্ণাটকে ভোটে ঝাঁপিয়েছে বিজেপি, সাফ শাহি কথাতেই। দক্ষিণের একমাত্র বিজেপি শাসিত রাজ্যে এখনও মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করেনি গেরুয়া শিবির। আরও পড়ুন-

ফের হুমকি যোগী আদিত্যনাথকে, সজাগ উত্তরপ্রদেশ ATS

দেখুন টুইট

মঙ্গলবার বাগালকোটে বিজেপির নির্বাচনী জনসভায় শাহ বললেন, " এবার রাজ্যের নির্বাচন শুধু বিধায়কদের বেছের নেওয়া নয়, এবারের ভোট হল কর্ণাটকের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হাতে তুলে দেওয়ার। এবারের নির্বাচন হল কর্ণাটককে উন্নত রাজ্য হিসেবে গড়ে তোলার এবং রাজনৈতিক স্থিতবস্থা গড়ে তোলার।"প্রসঙ্গত, আগামী ১০ মে কর্ণাটকে এক দফায় রাজ্যের ২২৪টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে।