Delhi : বাজি পোড়ানোর জেরে দূষণ সমস্যা আরও বৃদ্ধি দিল্লিতে
দিল্লির বিভিন্ন এলাকায় বাজি পোড়ানোর জেরে দূষণের পরিমান বেড়েছে অনেকটাই
দীপাবলী উপলক্ষ্যে সেজে উঠেছে দেশের বিভিন্ন শহর। সেজে উঠেছে দিল্লিও। তবে আগে থেকে দূষণ সমস্যায় ভোগা দিল্লির অবস্থা এখন বেশ সঙ্গীন। তার ওপর বাজি পোড়ানোর জেরে আরও ঘন কুয়াশায় ঢেকেছে দিল্লি।
দিল্লির বিভিন্ন শহরে কুয়াশার আস্তরন আগের তুলনায় অনেকটাই বেড়েছে। আস্তরন এতটাই বেশি যে ১০০ মিটারের কাছের জিনিস দেখার ক্ষেত্রেও দেখা দিচ্ছে সমস্যা।সম্প্রতি আপ সরকারের পক্ষ থেকে দিল্লিতে বাজি পোড়ানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।দূষণ থেকে রক্ষার জন্য কৃত্রিমভাবে বৃষ্টিপাত ঘটানোর চেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে। রবিবারের রাতে লোধি রোড, আরকে পুরম, কারোল বাগ, পাঞ্জাবি বাগের বিভিন্ন জায়গায় বাজি পোড়ানোর বিষয়টি উঠে এসেছে।
স্বাভাবিক অবস্থায় বাতাসের দূষণের মাত্রা যা থাকা উচিত তার থেকে প্রায় ২০ গুন বেশি দূষণে জর্জরিত দিল্লি।দিল্লি সরকারের পক্ষ থেকে 'দিয়া জ্বালাও, পটাকা নেহি' ক্যাম্পেন এবং সুপ্রিম কোর্টের আদেশ থাকা সত্বেও দূষণের পরিমান দীপাবলী পরবর্তীতে যে আরও বাড়বে সে বিষয়ে কোন সন্দেহ নেই।