Old Monk Chai: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ওল্ড মঙ্ক চা বানানোর ভিডিও, হতবাক নেটিজেনরা দিয়েছেন বিস্ময়কর প্রতিক্রিয়া (দেখুন ভিডিও)
আপনি কি কখনও ওল্ড মঙ্ক চা খেয়েছেন? বর্তমানে এমনই একটি চায়ের ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে। এই চায়ের দাম ১০০ টাকা। এই অনন্য চা রেসিপিটি ভুক্কড় বাবা ( bhookkad_baba Instagram ) তাঁর ইনস্টাগ্রাম পেজে শেয়ার করেছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে, এক বিক্রেতা একসঙ্গে একটি ভাড়ে প্রথমে মদ ঢেলে তারপর ধীরেধীরে ঢেলে দিচ্ছেন চা। এইভাবেই তৈরি করছেন ওল্ড মঙ্ক চা। এই পোস্টে নেটিজেনরাও চমৎকার প্রতিক্রিয়া জানিয়েছেন। দেখুন ভিডিওটি -