Jayalalithaa: জয়ললিতার চিকিৎসায় কোনও গাফলতি হয়নি, ষড়যন্ত্র তত্ত্ব উড়িয়ে জানাল এইমস

তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এআইএডিএম-কের সুপ্রিমো জয়ললিতার মৃত্যু নিয়ে নানা ষড়যন্ত্র তত্ত্ব সামনে আসে। অভিযোগ, এআইএডিএমকে-র অন্তর্কলহে জয়ললিতাকে ইচ্ছা করে ভুল চিকিৎসা করিয়ে 'স্লো পয়জন' প্রয়োগ মেরে ফেলা হয়েছে।

Jayalalithaa. (Photo Credits: Twitter)

নতুন দিল্লি,২১ অগাস্ট: তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এআইএডিএম-কের সুপ্রিমো জয়ললিতার মৃত্যু নিয়ে নানা ষড়যন্ত্র তত্ত্ব সামনে আসে। অভিযোগ, এআইএডিএমকে-র অন্তর্কলহে জয়ললিতাকে ইচ্ছা করে ভুল চিকিৎসা করিয়ে 'স্লো পয়জন' প্রয়োগ মেরে ফেলা হয়েছে। জয়ার মৃত্যুর আগে হাসপাতালে সিসি ক্যামেরা বন্ধ হয়ে যাওয়ায় ষড়যন্ত্র তত্ত্ব আরও গতি পায়। অভিযোগ, হাসপাতালে ভর্তি হওয়ার পর জয়ললিতাকে ভুল ওষুধ দিয়ে আরও অসুস্থ করা হয়, তারপর তিনি মারা যান।

তবে সব দিক খতিয়ে দেখে এইমস-এর বিশেষ মেডিক্যাল বোর্ড জানিয়ে দিল, জয়ললিতার চিকিতসা সঠিকভাবেই হয়েছিল।

দেখুন টুইট

হাসপাতালে তাঁকে সঠিকভাবেই সেবা-শুশ্রুষাও করা হয়েছিল বলে এইমস জানাল। ২০১৬ সালের ৫ ডিসেম্বরে চেন্নাইয়ের অ্যাপেলো হাসাপাতালে মারা গিয়েছিলেন জয়া।