Coronavirus: হু হু করে বাড়ছে করোনা, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, দিল্লি নিয়ে উদ্বেগ কেন্দ্রের
বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে সাংবাদিক সম্মেলন করা হয়। যেখানে জানানো হয়, গত ৮ দিন ধরে গোটা ভারত জুড়ে যেভাবে সংক্রমণের সংখ্যা বাড়ছে তা উদ্বেগের। মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, দিল্লি, কেরল, তামিলনাড়ু, কর্ণাটক, ঝাড়খণ্ড এবং গুজরাটে ক্রমাগত সংক্রমণ বাড়ছে।
দিল্লি, ৫ জানুয়ারি: দ্বিতীয় ঢেউয়ের (Corona Second Wave) পর ফের বাড়তে শুরু করেছে করোনাভাইরাসের (Coronavirus) প্রকোপ। ৪ জানুয়ারি পর্যন্ত গোটা বিশ্ব জুড়ে ২৫.২ লক্ষ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র (US), ব্রিটেন (UK), ফ্রান্স (France), ইতালি এবং স্পেন থেকে সবচেয়ে বেশি করোনা আক্রান্তের খবর এই মুহূর্তে মিলছে। সেই সঙ্গে গোটা বিশ্ব জুড়ে করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন প্রাণ কেড়েছে ১০৮ জনের। এমনই জানানো হল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে।
পাশাপাশি করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রনকে (Omicron) ঠেকাতে জনবহুল জায়গা এড়িয়ে চলতে হবে। সেই সঙ্গে কোভিড বিধি মেনে চলতে হবে বলে জানানো হয় আইসিএমআরের তরফে।
বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে সাংবাদিক সম্মেলন করা হয়। যেখানে জানানো হয়, গত ৮ দিন ধরে গোটা ভারত জুড়ে যেভাবে সংক্রমণের সংখ্যা বাড়ছে তা উদ্বেগের। মহারাষ্ট্র (Maharashtra), পশ্চিমবঙ্গ (West Bengal), দিল্লি (Dellhi), কেরল, তামিলনাড়ু (Tamil Nadu), কর্ণাটক, ঝাড়খণ্ড এবং গুজরাটে ক্রমাগত সংক্রমণ বাড়ছে। ফলে এই রাজ্যগুলি নিয়ে চিন্তায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এই মুহূর্তে দেশের ২৮টি জেলার করোনা সংক্রমণ নিয়ে উদ্বেগ বাড়ছে বলেও জানানো হয় কেন্দ্রের তরফে।
আরও পড়ুন: Parambrata Chatterjee: শরীরে সামান্য উপসর্গ, করোনায় আক্রান্ত অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়
তবে করোনা যেভাবে ফের নতুন করে থাবা বসাচ্ছে, সেই সঙ্গে টিকাকরণের (Corona Vaccination) মাত্রাও বাড়ছে। নতুন বছরের শুরু থেকে এখনও পর্যন্ত গোটা দেশে ৭.৪০ কোটি কিশোর, কিশোরী করোনার টিকা নিয়েছে। ১৫-১৮ বছর বয়সীদের টিকাকরণ শুরু হলে, আজ এই পরিসংখ্যান প্রকাশ করা হয় কেন্দ্রের তরফে।