Pooja Khedkar Controversy: বন্দুক উচিত কৃষককে হুমকি, পূজা খেড়করের মায়ের বিরুদ্ধে শোকজ নোটিশ পাঠালো পুনে পুলিশ
ব্যক্তিগত গাড়িতে সরকারি লাইট, মহারাষ্ট্র প্রশাসনের লেখা বোর্ড ব্যবহার করার অভিযোগ উঠে এসেছে।
শিক্ষানবিশ আইএএস অফিসার পূজা খেড়করকে (Pooja Khedkar) নিয়ে এমনিতেই বিতর্কের অন্ত নেই। সবেমাত্র চাকরি পেয়েছেন, এরমধ্যেই ক্ষমতা অপব্যবহার. ব্যক্তিগত গাড়িতে সরকারি লাইট, মহারাষ্ট্র প্রশাসনের লেখা বোর্ড ব্যবহার করার অভিযোগ উঠে এসেছে। এর পাশাপাশি প্রতিবন্ধী ও ওবিসি সংরক্ষণ আসনে বসে পরীক্ষা দেওয়ার মতো গুরুতর অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। এবার আরও এক সমস্যায় জড়াল খেড়কর পরিবার। জানা যাচ্ছে পূজার মা মনোরামা খেড়কড় (Manorama Khedkar) বন্দুক উচিয়ে এক কৃষককে হুমকি দিচ্ছেন। আর সেই ভিডিও ভাইরাল হতেই শোড়গোল ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর এই নিয়ে এবার পদক্ষেপ নিল পুনে পুলিশ।
ইতিমধ্যেই মনোরমাকে শোকজ নোটিশ পাঠিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, বেশ কয়েকবছরের পুরোনো একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। যেখানে পূজার মাকে দেখা যাচ্ছে বেশ কয়েকজন এলাকাবাসীদের সঙ্গে বচসায় জড়িয়েছে এবং বন্দুক উচিয়ে কয়েকজনকে হুমকি দিচ্ছে। আসলের পূজার বাবা একজন অবসরপ্রাপ্ত আইএএস অফিসার, যিনি অবসর নেওয়ার পর মুলশি তালুকা এলাকায় ২৫ একর জমি কিনেছিলেন। কিন্তু তাঁর স্ত্রী এর আরও জমি চাই। তাই গ্রামবাসীদের থেকে জমি কিনতে এসেছিলেন। তবে তাঁরা জমি দিতে রাজি না হওয়ায় ঝামেলা শুরু হয়।
আর এই ঝামেলার মাঝেই মনোরমাকে রনংদেহি মেজাজে দেখা যায়। এই ঘটনার পর মহিলার বিরুদ্ধে গ্রামবাসীরা থানায় অভিযোগ জানাতে গেলে তা তখন নেওয়া হয় না। মূলত খেড়কর পরিবার প্রভাবশালী হওয়ার সুবাদেই এতদিন গ্রামবাসীরা চুপ ছিল। কিন্তু বর্তমানে এই বিতর্ক শুরু হওয়ার পর মুলশি তালুকার বাসিন্দারা ভিডিও আপলোড করে মনোরমার শাস্তির দাবি করে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি লেটেস্টলি কর্তৃপক্ষ।