Cyclone Yaas: য়াসের আগমনে সবার জীবন বাঁচানোই প্রধান লক্ষ্য, নবীন পট্টনায়েক

শক্তি বাড়িয়ে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় য়াস৷ বুধবার সকালেই দেশের পূর্ব উপকূলবর্তী ওড়িশা ও পশ্চিমবঙ্গে আছড়ে পড়তে চলেছে এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়৷ করোনা আবহে এত বড়ো ঘূর্ণিঝড়ের আগমনে বিরাট ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে৷

নবীন পট্টনায়েক (Photo Credits: ANI/File)

ভুবনেশ্বর, ২৫ মে: শক্তি বাড়িয়ে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় য়াস৷ বুধবার সকালেই দেশের পূর্ব উপকূলবর্তী ওড়িশা ও পশ্চিমবঙ্গে আছড়ে পড়তে চলেছে এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়৷ করোনা আবহে এত বড়ো ঘূর্ণিঝড়ের আগমনে বিরাট ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে৷ তাই সমুদ্র তীরবর্তী বাসিন্দারা স্থানীয় প্রশাসনের উদ্যোগে সাড়া দিয়ে সাইক্লোন সেন্টারে চলে আসুন৷ সমুদ্র উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের কাছে এই আর্জি জানিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক (Odisha CM Naveen Patnaik)৷ শুধু এটুকুই নয়, সাইক্লোন সেন্টারে অবশ্যই প্রত্যেককে দুটি করে মাস্ক পরতে হবে৷ করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব বিধিও মেনে চলতে হবে৷ আরও পড়ুন-Cyclone Yaas: আসছে ঘূর্ণিঝড় য়াস, দিঘায় চলছে উদ্ধারকাজ (দেখুন ভিডিও)

এই প্রসঙ্গে তিনি বলেন, “যখন আমরা কোভিডের মতো ভয়াবহ মারণ রোগের বিরুদ্ধে লড়ে চলেছি৷  তখন একই সঙ্গে ঘূর্ণিঝড় য়াস আমাদের কাছে বিরাট চ্যালেঞ্জের মতো এসেছে৷ সামনে থেকে এটিরও মোকাবিলা করতে হবে৷ গত বছর মে মাসে কোভিডের সঙ্গে ঘূর্ণিঝড় আম্ফানের মোকাবিলাও করেছি৷ এই কাজে আমরা ঠিকঠাক উতড়াতে পেরেছিলাম৷ প্রাকৃতিক বিপর্যয় আর মহামারী রুখতে এবারও আমরা দলবেঁধেই কাজ করব৷ ঘূর্ণিঝড় ওড়িশার কাছে নতুন কিছু নয়৷ তবে এবিষয়ে অবহেলা দেখালে বিপদ বাড়তে পারে৷ এই পরিস্থিতির মোকাবিলা করতে রাজ্যসরকার পুরোপুরি ভাবে তৈরি৷ জনগনের সহযোগিতাই সরকারের উদ্যোগে শক্তি জোগাবে৷ প্রত্যেককে বাঁচানোই আমাদের প্রথম কাজ৷   সেজন্য উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের সহযোগিতা প্রয়োজন৷ তাঁর যত তাড়াতাড়ি সম্ভভ প্রশাসনের ডাকে সাড়া দিয়ে সাইক্লোন সেন্টার অর্থাৎ নিরাপদ জায়গায় চল আসুন৷ মহামারীর কারণে আমাদের আরও সতর্ক হতে হবে৷ সাইক্লোন সেন্টারে দুটি মাস্ক পরার পাশাপাশি অন্যান্য কোভিড বিধিও মেনে চলতে হবে৷     ”