Delhi: 'তামাক যন্ত্রণাদায়ক মৃত্যুর কারণ', আগামী ১ ডিসেম্বর থেকে সিগারেটের প্যাকেটে থাকবে এই সংশোধনী
পুরনো আইন ( Cigarettes and other Tobacco Products (Packaging and Labelling) Rules, 2008.) বদলে সিগারেট-সহ সমস্ত তামাকজাত দ্রব্যের প্যাকেজিঙে সংশোধনী আনতে চলেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক।
পুরনো বিল ( Cigarettes and other Tobacco Products (Packaging and Labelling) Rules, 2008.) বদলে সিগারেট-সহ সমস্ত তামাকজাত দ্রব্যের প্যাকেজিঙে সংশোধনী আনতে চলেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। সিগারেট ও অন্যান্য তামাকজাত দ্রব্যের গায়ে য়ে সতর্কতা থাকে তা বদলে নতুন কিছু লেখা হবে এই সংশোধনীকে বলা হচ্ছে , The Cigarettes and other Tobacco Products (Packaging and Labelling) Third Amendment Rules, 2022। এই নতুন নিয়ম বলবৎ হবে আগামী ১ ডিসেম্বর থেকে। আরও পড়ুন-ED Sends Notice To Kalyani Solvex Pvt Ltd: তৃণমূল বিধায়কের সংস্থা কল্যাণী সলভেক্স প্রাইভেট লিমিটেডকে তলব ইডির
উপরোক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে নতুন সতর্কতা নিয়ে প্যাকেটের গায়ে লেখা হবে।
- ২০২২-এর ১ ডিসেম্বরের পরে তৈরি হওয়া বা আমদানি করা সমস্ত ধরনের সিগারেট বা তামাকজাত দ্রব্যের প্যাকেটের গায়ে লেখা থাকবে 'যন্ত্রণাদায়ক মৃত্যুর কারণ সিগারেট' এবং 'তামাক ব্যবহারকারীদের অল্প বয়সে মৃত্যু হয়।'
- সরকার নির্দেশিত নতুন সতর্কতা যেন সিগারেটের প্যাকেটে থাকে। তা নিশ্চিত করতে হবে যাঁরা তামকজাত দ্রব্য ও সিগারেটের উৎপাদন, সরবরাহ, আমদানি ও রপ্তানিতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জরুরি।
- সিগারেট এবং অন্যান্য তামাকজাত দ্রব্য (বিজ্ঞাপন নিষিদ্ধকরণ এবং ব্যবসা ও বাণিজ্যের নিয়ন্ত্রণ, উৎপাদন, সরবরাহ, এবং বিতরণ) আইন, ২০০৩-এর আইন অনুসারে উল্লেখিত নিয়ম লঙ্ঘন করলে আইন ভঙ্গকারীর কারাদণ্ড হতে পারে। জরিমানা-সহ কারাদণ্ডও হতে পারে।