Delhi: 'তামাক যন্ত্রণাদায়ক মৃত্যুর কারণ', আগামী ১ ডিসেম্বর থেকে সিগারেটের প্যাকেটে থাকবে এই সংশোধনী
পুরনো আইন ( Cigarettes and other Tobacco Products (Packaging and Labelling) Rules, 2008.) বদলে সিগারেট-সহ সমস্ত তামাকজাত দ্রব্যের প্যাকেজিঙে সংশোধনী আনতে চলেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক।
পুরনো বিল ( Cigarettes and other Tobacco Products (Packaging and Labelling) Rules, 2008.) বদলে সিগারেট-সহ সমস্ত তামাকজাত দ্রব্যের প্যাকেজিঙে সংশোধনী আনতে চলেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। সিগারেট ও অন্যান্য তামাকজাত দ্রব্যের গায়ে য়ে সতর্কতা থাকে তা বদলে নতুন কিছু লেখা হবে এই সংশোধনীকে বলা হচ্ছে , The Cigarettes and other Tobacco Products (Packaging and Labelling) Third Amendment Rules, 2022। এই নতুন নিয়ম বলবৎ হবে আগামী ১ ডিসেম্বর থেকে। আরও পড়ুন-ED Sends Notice To Kalyani Solvex Pvt Ltd: তৃণমূল বিধায়কের সংস্থা কল্যাণী সলভেক্স প্রাইভেট লিমিটেডকে তলব ইডির
উপরোক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে নতুন সতর্কতা নিয়ে প্যাকেটের গায়ে লেখা হবে।
- ২০২২-এর ১ ডিসেম্বরের পরে তৈরি হওয়া বা আমদানি করা সমস্ত ধরনের সিগারেট বা তামাকজাত দ্রব্যের প্যাকেটের গায়ে লেখা থাকবে 'যন্ত্রণাদায়ক মৃত্যুর কারণ সিগারেট' এবং 'তামাক ব্যবহারকারীদের অল্প বয়সে মৃত্যু হয়।'
- সরকার নির্দেশিত নতুন সতর্কতা যেন সিগারেটের প্যাকেটে থাকে। তা নিশ্চিত করতে হবে যাঁরা তামকজাত দ্রব্য ও সিগারেটের উৎপাদন, সরবরাহ, আমদানি ও রপ্তানিতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জরুরি।
- সিগারেট এবং অন্যান্য তামাকজাত দ্রব্য (বিজ্ঞাপন নিষিদ্ধকরণ এবং ব্যবসা ও বাণিজ্যের নিয়ন্ত্রণ, উৎপাদন, সরবরাহ, এবং বিতরণ) আইন, ২০০৩-এর আইন অনুসারে উল্লেখিত নিয়ম লঙ্ঘন করলে আইন ভঙ্গকারীর কারাদণ্ড হতে পারে। জরিমানা-সহ কারাদণ্ডও হতে পারে।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)