Himachal Pradesh Flood: প্রকৃতির কোপে বিধ্বস্ত হিমাচলের পাশে এবার তামিলনাড়ু, ১০ কোটির সাহায্য স্ট্যালিনের
প্রবল বৃষ্টি, হড়পা বান, ভয়াবহ বন্যা, ভূমিধসে বিধ্বস্ত হিমাচল প্রদেশ। সিমলা থেকে কুলু মানালি, সবই ভেসে গিয়েছে বন্য়ার তোড়ে।
প্রবল বৃষ্টি, হড়পা বান, ভয়াবহ বন্যা, ভূমিধসে বিধ্বস্ত হিমাচল প্রদেশ। সিমলা থেকে কুলু মানালি, সবই ভেসে গিয়েছে বন্য়ার তোড়ে। সেই বিধ্বস্ত হিমাচলের পাশে দাঁড়িয়েছে কংগ্রেস শাসিত দুই রাজ্য কর্ণাটক, রাজস্থান ও ছত্তিশগড়। এবার কংগ্রেস শাসিত হিমাচলের পাশে দাঁড়াল ডিএমকে শাসিত তামিলনাড়ু। বন্য়া বিধ্বস্ত হিমাচল প্রদেশের ত্রান ও পুনর্গঠনে ১০ কোটি টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্য়ালিন।
এখনও পর্যন্ত হিসেবে দেখা গিয়েছে সাম্প্রতিক প্রবল বৃষ্টিতে হিমাচলে শতাধিক মৃত্যু হয়েছে আর ১০ হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
দেখুন হিমাচলের বন্যার ভয়াবহ ভিডিয়ো
দেখুন ভিডিয়ো
প্রসঙ্গত, সুখবিন্দার সিং সুখুর রাজ্যে বন্যা ত্রানে ১৫ কোটি টাকা করে আর্থিক সাহায্য দিয়েছে সিদ্দারামাইয়ার কর্ণাটক সরকার ও অশোক গেহলটের রাজস্থান সরকার। এর পাশাপাশি হিমাচল সরকারকে ১১ কোটি টাকা আর্থিক অনুদানের কথা ঘোষণা করেছে ছত্তিশগড়ের ভূপেশ বাঘেলের সরকার। শোনা যাচ্ছে তামিলনাড়ুর পর আগামী দিনে ইন্ডিয়া জোটের আরও কিছু রাজ্য সরকার বন্যা বিধ্বস্ত কংগ্রেস শাসিত হিমাচলের পাশে দাঁড়িয়ে আর্থিক অনুদান ঘোষণা করতে পারে। কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলি থেকেও এখনেো হিমাচলের পাশে দাঁড়িয়ে আর্থিক সাহায্যের কথা বলা হয়নি এখনও পর্যন্ত।