C-295 Transport Aircraft: ভারতে এল বায়ুসেনার প্রথম সি-২৯৫ পরিবহনকারী বিমান

অবশেষে ভারতে (India) এল বহু প্রতীক্ষিত সি-২৯৫ পরিবহনকারী প্রথম বিমান । বুধবার বিকেলে গুজরাটের ভাদোদরায় অবস্থিত ভারতীয় বায়ুসেনার এয়ারফোর্স স্টেশনে অবতরণ করে বিমানটি।

Photo Credits: ANI

ভাদোদরা: অবশেষে ভারতে (India) এল বহু প্রতীক্ষিত সি-২৯৫ পরিবহনকারী প্রথম বিমান (first C-295 transport aircraft) । বুধবার বিকেলে গুজরাটের (Gujarat) ভাদোদরায় (Vadodara) অবস্থিত ভারতীয় বায়ুসেনার (Indian Air Force) এয়ারফোর্স স্টেশনে (Air Force Station) অবতরণ করে বিমানটি। বিমানটি চালিয়ে নিয়ে এসেছেন গ্রুপ ক্যাপ্টেন পিএস নেগি (Group Captain PS Negi )। বাহরিন (Bahrain) থেকে বিমান চালিয়ে নিয়ে এসেছেন তিনি।

বায়ুসেনার এক আধিকারিক সূত্রে জানা গেছে, আগামী  ১৫ সেপ্টেম্বর দিল্লির কাছে হিন্দান এয়ারবেসে (Hindan airbase) নির্ধারিত একটি অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Defence Minister Rajnath Singh) আনুষ্ঠানিকভাবে বিমানটিকে ভারতীয় বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত করবেন। এর ফলে মোট ৫৬টি বিমান ভারতীয় বায়ুসেনায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তার মধ্যে ৪০টি টাটা ও এয়ারবাস জয়েন্ট ভেঞ্জারের (Tata-Airbus joint ventur) যৌথ উদ্যোগে ভারতে তৈরি করা হয়েছে। আরও পড়ুন:Tamil Nadu minister V Senthil Balaji: জেলবন্দি তামিলনাড়ুর মন্ত্রী ভি সেন্থিল বালাজির জামিনের আবেদন বাতিল চেন্নাইয়ের আদালতে