EVM: কর্ণাটকের ইভিএম ব্যবহার হয়েছিল দক্ষিণ আফ্রিকায়? কংগ্রেসের অভিযোগকে ভিত্তিহীন বলল কমিশন
কর্ণাটকের ইভিএম ব্যবহার হয়েছিল দক্ষিণ আফ্রিকায়? কংগ্রেসের অভিযোগকে ভিত্তিহীন বলল কমিশন
কর্ণাটক বিধানসভা নির্বাচনে ব্যবহার হওয়া ইভিএম নিয়ে বড় অভিযোগ তুলেছে কংগ্রেস। কংগ্রেসের অভিযোগ, কর্ণাটকের ভোটে যেসব ইভিএম ব্যবহার হয়েছিল, সেগুলি আগে দক্ষিণ আফ্রিকার ব্যবহার করা হয়েছিল। প্রশ্নের মুখে ওঠে ইভিএমের ব্যবহার। কংগ্রেসের এমন অভিযোগ নিয়ে মুখ খুলল নির্বাচন কমিশন। কমিশনের পক্ষ থেকে কংগ্রেসের এই অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হল।
কমিশন জানাল, কর্ণাটককে একেবারে নতুন ইভিএম ব্য়বহার করা হয়েছিল সেটা কংগ্রেসও জানে। দক্ষিণ আফ্রিকার নির্বাচনে ইভিএমের ব্যবহার হয় না বলে কমিশন জানায়, কংগ্রেসের উচিত এই ধরনের ভুয়ো তথ্য যাতে গুজবে পরিণত হয় তা নিশ্চিত করা। আরও পড়ুন-মধ্যপ্রদেশে লাইনচ্যুত সিমেন্ট বোঝাই মালগাড়ি
দেখুন টুইট
গত, বুধবার কর্ণাটকে এক দফায় ২২৪টি বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ হয়। ফলপ্রকাশ ১৩ মে, শনিবার।