Indian Airports: দেশে ৭ বছরে ৭৪টি নয়, বিমান চলছে মাত্র নতুন ১১টি বিমানবন্দরে! মোদী সরকারের দাবি খারিজ হিন্দু সংবাদপত্রের!
নরেন্দ্র মোদী সরকারের দাবি দেশের বানিজ্যিক বিমান চলাচলে তারা বিপ্লব এনে দিয়েছে। যদিও দেশের বেশীরভাগ বানিজ্যিক বিমান পরিষেবা দেওয়া সংস্থা লোকসানে চলছে।
নতুন দিল্লি, ৩০ জুলাই: নরেন্দ্র মোদী সরকারের দাবি দেশের বানিজ্যিক বিমান চলাচলে তারা বিপ্লব এনে দিয়েছে। যদিও দেশের বেশীরভাগ বানিজ্যিক বিমান পরিষেবা দেওয়া সংস্থা লোকসানে চলছে। দেশের বেশ কয়েকটি এয়ারলাইন্স সংস্থা দেউলিয়া হয়ে গিয়েছে। এয়ার ইন্ডিয়াকেও সরকারকে বিক্রি করে দিতে হয়েছে। কিন্তু কেন্দ্রের দাবি, গত ৭ বছরে দেশে মোট ৭৪টি বিমানবন্দর তৈরি করা হয়েছে। মোদী সরকারের এটা বৈপ্লবিক সাফল্য বলে দাবি করেছেন অসামরিক বিমান চলাচল মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।
কিন্তু মোদী সরকারের এই দাবিকে সম্পূর্ণ উড়িয়ে এই সংক্রান্ত একটা তথ্য দিল দেশের জনপ্রিয় সংবাদপত্র 'হিন্দু'। হিন্দু-তে প্রকাশিত এক প্রতিবেদনে লেখা হয়েছে, ভারতে গত ৯ বছরে (২০১৪ সালের মে মাসের পর থেকে) দেশে মাত্র ১১টি নতুন বিমানবন্দরে বিমান চলাচল করছে। মোদী সরকার যে বেশ কয়েকটি নয়া বিমানবন্দর চালু করার কথা দাবি করছে তার মধ্যে ১৫টি বিমানবন্দর সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। কারণ সেখানে একটা বিমানও চলাচল করে না। মোদী সরকারের দাবি করা ৭৪টি নয়া বিমানবন্দরের মধ্যে ৯টি হেলিকপ্টার স্টেশন ও দুটি ওয়াটারড্রোমস। তার মধ্যে ওয়াটারড্রোমস দুটি উদ্বোধনের পরেই বন্ধ হয়ে গিয়েছে। আরও পড়ুন-জুতোর কারখানায় বিধ্বংসী আগুন, গলগল করে বের হচ্ছে ধোঁয়া
দেখুন চিদাম্বরমের টুইট
মোদী সরকারের আরও দাবি তারা দেশে বিমান চলাচলে নতুন ৪৭৯টি রুট চালু করেছে। কিন্তু হিন্দু সংবাদপত্রে প্রকাশ তাদের মধ্যে ২২৫টি বিমান রুটে আর বিমান চলাচল করে না। কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরম এই তথ্য টুইট করেছেন।