Thane: সাফাইকর্মীকে পিষে দিল ময়লার গাড়ি, গ্রেফতার অভিযুক্ত চালক

গুরুতর জখম হন বছর ৫৪-এর ওই সাফাইকর্মী। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর। ইতিমধ্যেই মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Murder, Representational Image (Pixabay)

থানেঃ মুম্বইয়ে (Mumbai) সাফাইকর্মীর মৃত্যু। ময়লার গাড়ি (Dumper Truck) দিয়ে তাঁকে পিষে দেন এক ব্যাক্তি। ইতিমধ্যেই অভিযুক্ত ময়লার গাড়ি চালককে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ (Police)। ঘটনাটি ঘটেছে ২৩ ই মে। পুলিশ জানিয়েছে, গাড়ির চাকায় পাথর ঢুকে যাওয়ায় কলাম্বলি যাওয়ার পথে রাস্তার উপর ময়লার গাড়িটি দাঁড় করিয়েছিলেন অভিযুক্ত চালক। একা সেই পাথর বের করতে না পেরে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ওই সাফাইকর্মীকে সাহায্য করার অনুরোধ জানান। তিনি এগিয়ে এসে যখন চাকা থেকে পাথর বের করার চেষ্টা করছিলেন তখন, তাঁর উপর দিয়ে ময়লার গাড়িটি চালিয়ে দেন অভিযুক্ত। গুরুতর জখম হন বছর ৫৪-এর ওই সাফাইকর্মী। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর। ইতিমধ্যেই মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতের পরিবারের তরফে এফআইআর দায়ের করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধ ৩০৪ (A),২৭৯, ৩৩৮, ৩৩৭ ধারায় মামালা রুজু হয়েছে। কেন এই কাজ করলেন ওই ময়লার গাড়ি চালক তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না তাও জানার চেষ্টা চলছে।