Uddhav Thackeray:'তীর-ধনুক' হারা উদ্ধবকে বাছতে হবে 'ত্রিশূ'ল বা 'সূর্য'
একনাথ শিন্ডের বিদ্রোহে মহারাষ্ট্র মসনদ হারিয়েছেন। গতকাল দলের নির্বাচনী প্রতীকও হারিয়েছেন।
মুম্বই, ৯ অক্টোবর: একনাথ শিন্ডের বিদ্রোহে মহারাষ্ট্রে মসনদ হারিয়েছেন। গতকাল দলের নির্বাচনী প্রতীকও হারিয়েছেন। শিবসেনার প্রতিষ্ঠাতা বালা সাহেব ঠাকরের ছেলে উদ্ধবের কাছে এখন কঠিন লড়াই। উদ্ধব না একনাথ শিবসেনা তুমি কার! এই দ্বন্দ্বে নির্বাচনী কমিশন শিবসেনার প্রতীক চিহ্ন ফ্রিজ করেছে। ক দিন পরেই মুম্বইয়ের আন্ধেরী পূর্ব উপনির্বাচন হতে চলেছে। এই উপনির্বাচনে উদ্ধবকে বেছে নিতে হবে নতুন প্রতীক চিহ্ন, সঙ্গে নিতে হবে নতুন দলের নাম। শিবসেনা বালাসাহেব ঠাকরে নাম নিতে পারেন উদ্ধব ঠাকরে।
উপ নির্বাচনে একনাথ শিন্ডে শিবসেনার প্রতীক চিহ্ন তীর ধনুক চেয়ে কমিশনের কাছে দরবার করেন। একনাথ শিন্ডে আন্ধেরী পূর্ব কেন্দ্রে তাঁর অনুগামী প্রার্থীকে তীর এবং ধনুক চিহ্নে লড়াতে চেয়েছিলেন। একই দাবি করেছিলেন উদ্ধবও। আরও পড়ুন-আজমগড়ের হাসপাতালে ধুন্ধুমার কাণ্ড, মহিলা চিকিৎসক হাতাহাতিতে জড়ালেন কর্মীদের সঙ্গে
শিবসেনা আসলে কার-উদ্ধব না একনাথের সেই টানাপড়েনের মাঝে কমিশন দলের আসল প্রতীক চিহ্ন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত নেয়। ঠাকরে বা শিন্ডে কেউই শিবসেনার তীর এবং ধনুক চিহ্ন ব্যবহার করতে পারবেন না। এবার আসন্ন আন্ধেরী উপনির্বাচনে উদ্ধবদের জন্য ত্রিশূল বা উদিয়মান সূর্যের মধ্যে যে কোনও একটা চিহ্ন ব্যবহার করার বিকল্প দিল কমিশন। নির্বাচনী প্রতীক চিহ্ন নিয়ে আগামিকাল, সোমবার আলাদা আলাদা করে দলের নেতাদের মধ্যে বৈঠক করবেন উদ্ধব ও একনাথ। আগামী ৩ নভেম্বর আন্ধেরী উপ নির্বাচনে ফলের ওপর অনেকটাই নির্ভর করবে আসল শিবসেনা কাদের বলা হবে। এই উপনির্বাচনে উদ্ধবকে সমর্থন করে প্রার্থী দিচ্ছে না কংগ্রেস, এনসিপি। আবার একনাথকে সমর্তন করে বিজেপি প্রার্থী দিচ্ছে না। গতবার আন্ধেরী বিধানসভায় জিতেছিল শিবসেনা।