Weather Update: একেবারে শেষবেলায় শীতের ছোট্ট ইনিংস, বৃহস্পতিবার থেকেই রাজ্যে চড়বে পারদ

রবিবারের মেঘলা আকাশ কাটতেই সোমবার সকালে ফির জানান দিল উত্তুরে হাওয়া (Weather Update)। হাওয়া অফিসের পূর্বাভাস মতো ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ছোট্টো অবসরে ফের ফিরেছে শীতের আমেজ। আগামী মঙ্গল ও বুধবার তাপমাত্রা আরও খানিকটা কমবে তবে পশ্চিমী ঝঞ্ঝার জেরে বৃহস্পতিবার থেকেই পারদ চড়বে তরতরিয়ে। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।

শীত (প্রতীকী ছবি: File Photo)

কলকাতা, ৮ ফেব্রুয়ারি: রবিবারের মেঘলা আকাশ কাটতেই সোমবার সকালে ফির জানান দিল উত্তুরে হাওয়া (Weather Update)। হাওয়া অফিসের পূর্বাভাস মতো ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ছোট্টো অবসরে ফের ফিরেছে শীতের আমেজ। আগামী মঙ্গল ও বুধবার তাপমাত্রা আরও খানিকটা কমবে তবে পশ্চিমী ঝঞ্ঝার জেরে বৃহস্পতিবার থেকেই পারদ চড়বে তরতরিয়ে। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। জম্মু ও কাশ্মীরে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তাপমাত্রা বাড়বে। উত্তর ভারতের দিকে এই ঝঞ্ঝা যত অগ্রসর হবে ততই তাপমাত্রা বাড়বে এ রাজ্যেও। আরও পড়ুন-Uttarakhand Glacier Burst: উত্তরাখণ্ডে হিমবাহ বিপর্যয়ে নিখোঁজ ১৭০ জন, সুড়ঙ্গে আটকে পড়া ৩০ জনের উদ্ধারে নেমেছে আইটিবিপি

তবে গরম পড়ার আগেভাগে ফের দুদিনের সংক্ষিপ্ত শীতযাপনের সুযোগ পাচ্ছে বাঙালি। বলা বাহুল্য, গত দশবছরে এই প্রথম শীতলতম ফেব্রুয়ারির দেখল বাঙালি। সরস্বতী পুজোর আগেভাগে মিঠেশীত উদযাপনে চিড়িয়াখানা, জাদুঘর, ভিক্টোরিয়ায় উপচে পড়েছে ভিড়। আগামী তিনদিন উত্তর পূর্ব ভারতের অসম, মেঘালয়, মণিপুর, ত্রিপুরাতে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করেছে মৌসম ভবন। দিল্লিতেও এদিন ঘন কুয়াশার দেখা মিলেছে। রাজ্যের বিভিন্ন জেলায় সকালে কুয়াশার দেখা মিললেও বেলা বাড়তে রোদ্দুর ওঠার সঙ্গে সঙ্গে দৃশ্যমানতা ফিরেছে। তাই চলতি মরশুমে দুদিনের শীতের উপভোগ জমিয়েই করুন। তারপর নিয়ম মতো ফিরবে গরম।