Coronavirus In India: তেলেঙ্গানার করোনা আক্রান্ত যুবকের সংস্পর্শে আসা ৩৬ জনের শরীরে মিলল সিওভিআইডি-১৯ এর উপসর্গ

তেলেঙ্গানার যে বছর ২৪-এর যুবকের শরীরে করোনাভাইরাসের (Coronavirus) জীবাণু মিলেছে, তিনি পেশায় প্রযু্ক্তিবিদ। সম্প্রতি দুবাই থেকে ফিরেছেন। বিমান থেকে শুরু করে তাঁর রক্তে সিওভিআইডি-১৯-এর জীবাণু মেলার আগে পর্যন্ত ৮৮ জন ওই যুবকের সংস্পর্শে আসেন। তাঁদের মধ্যে ৩৬ জনের শরীরে করোনাভাইরাসের জীবাণু মিলেছে। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুসারে ৪৫ জনকে স্থানীয় গান্ধী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হয়েছে। যে ৩৬ জনের মধ্যে করোনার উপসর্গ দেখা দিয়েছে। তাঁদের রক্ত পরীক্ষার রিপোর্ট আজই আসার কথা। একই জটিল পরিস্থিতিতে রাজধানী দিল্লিও। যখন দিল্লির বাসিন্দা ইটালি থেকে ফিরেন ও তাঁর শরীরে করোনা ভাইরাসের জীবাণু মিলল, তখন থেকেই বিপদে দিল্লি।

করোনার থাবা (Photo Credits: PTI)

হায়দরবাদ, ৪ মার্চ: তেলেঙ্গানার যে বছর ২৪-এর যুবকের শরীরে করোনাভাইরাসের (Coronavirus) জীবাণু মিলেছে, তিনি পেশায় প্রযু্ক্তিবিদ। সম্প্রতি দুবাই থেকে ফিরেছেন। বিমান থেকে শুরু করে তাঁর রক্তে সিওভিআইডি-১৯-এর জীবাণু মেলার আগে পর্যন্ত ৮৮ জন ওই যুবকের সংস্পর্শে আসেন। তাঁদের মধ্যে ৩৬ জনের শরীরে করোনাভাইরাসের জীবাণু মিলেছে। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুসারে ৪৫ জনকে স্থানীয় গান্ধী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হয়েছে। যে ৩৬ জনের মধ্যে করোনার উপসর্গ দেখা দিয়েছে। তাঁদের রক্ত পরীক্ষার রিপোর্ট আজই আসার কথা। একই জটিল পরিস্থিতিতে রাজধানী দিল্লিও। যখন দিল্লির বাসিন্দা ইটালি থেকে ফিরেন ও তাঁর শরীরে করোনা ভাইরাসের জীবাণু মিলল, তখন থেকেই বিপদে দিল্লি।

জানা গিয়েছে, বছর ৪৫ দিলের ওই ব্যক্তির সংস্পর্শে যাঁরা এসেছিলেন, তাঁদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে রাজধানীর স্বাস্থ্য আধিকারিকরা। সংক্রমণ এড়াতে ৪৫ জনকে এখনই পর্যবেক্ষণে রাখা হয়েছে। ইতিমধ্যেই এই মারণ রোগ বিশ্বজুড়ে ৩০০০ জনের প্রাণ কেড়েছে। আরও পড়ুন- Congress Alleges BJP Took 8 Madhya Pradesh MLAs In Hotel: মধ্যপ্রদেশের সরকারকে ভাঙতে দলীয় বিধায়কদের হরিয়ানার হোটেলে তুলেছে বিজেপি, অভিযোগ কংগ্রেসের

জয়পুরের অবস্থাও তথৈবচ, যে ইটালিয়ান পর্যটক গত ২৯ তারিখে জয়পুরে এসেছেন, তাঁকে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সস্ত্রীক এসেছেন। তাঁর শরীরে করোনাভাইরাস মিলেছে। তবে ওই মহিলা আদৌ আক্রান্ত কি না তা জানার চেষ্টা চলছে। প্রথম পরীক্ষায় সিওভিআইডি-১৯ এর প্রমাণ এসেছে। দ্বিতীয় টেস্টের জন্য নমুনা পুনের প্যাথলোজি ল্যাবে পাঠানো হয়েছে। সেই রিপোর্ট আজ অর্থাৎ বুঝবার আসার কথা। এদিকে বুধবারই টুইট বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, করোনাভাইরাসের যে বাড়বাড়ন্ত তাতে তিনি এবার কোনও হোলি মিলন উৎসবে যোগ দেবেন না। মূলত স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।