Shocking Video: জঘন্য অপরাধ, লোহার রডে হাত, চুল বেঁধে ট্রাকের নীচে ফেলে রাখা হল তরুণীকে, দেখুন ভিডিয়ো
ট্রাকের নীচে হাত, পা বেধে ফেলে রাখা হল এক তরুণীকে। রাস্তার পাশে দাঁড় করানো ট্রাকের সঙ্গে লোহার রড দিয়ে বেঁধে ফেলে রাখা হয়। তেলাঙ্গানার (Telangana) প্রান্তিক এলাকা হুজুরাবাদে রাস্তার পাশে দাঁড় করানো একটি ট্রাকের নীচ থেকে চিৎকার এবং কান্না শুনতে পান পথ চলতি মানুষ। এরপর ট্রাকের নীচে উঁকি দিয়ে দেখলে সেখানে এক তরুণী বাধা রয়েছেন বলে দেখা যায়। খবর চাউর হতেই স্থানীয় মানুষের পাশাপাশি পুলিশও হাজির হয়। বিষয়টি কানে যেতেই হস্তক্ষেপ করেন কেন্দ্রীয় মন্ত্রী বান্ডি সঞ্জয়। কাটার নিয়ে এসে ওই তরুণীকে যাতে শিগগিরই উদ্ধার করা হয়, সে বিষয়ে নির্দেশ দেন। জানা যায়, ওই তরুণীর চুলের সঙ্গে লোহার রড বেধে ট্রাকের নীচে ফেলে রাখা হয়। এরপর টাকার দিয়ে চুল কেটে তাঁকে উদ্ধার করা হয় বলে খবর। উদ্ধারের পর ওই তরুণীকে করিমনগর লাইফলাইন হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য।
দেখুন কীভাবে বেধে ফেলে রাখা হয় ওই তরুণীকে...