Telangana Shocker: মর্মান্তিক, বিয়ের ৭ মাসের মাথায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে নৃশংস খুন রোহিঙ্গা যুবকের

পুলিশ সূত্রে খবর, রোজ়িনা এবং জ়াহেদের বিয়ে হয় ৭ মাস আগে। বিয়ের কয়েক মাসের মধ্যে জানা যায়, রোজ়িনা ৩ মাসের অন্তঃসত্ত্বা। এরপর থেকেই রেজ়িনার উপর অত্যাচার শুরু করে জ়াহেদ এবং তার মা।

Dead Body Representative Photo (Photo Credits: Pixabay)

হায়দরাবাদ, ১৮ নভেম্বর: অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করল স্বামী। ভয়াবহভাবে নিজের ১৯ বছরের অন্তঃসত্ত্বা কিশোরী স্ত্রী রোজ়িনা বেগমকে নৃশংসভাবে খুন করে জ়াহেদ হুসেন নামে এক রোহিঙ্গা সম্প্রদায়ের যুবক। তেলাঙ্গানার বালাপুরে এই নৃশংস ঘটনা ঘটে। ভয়াবহভাবে আহজ রোজ়িনা বেগমকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। তবে ৩ দিন চিকিৎসার পর মৃত্যু হয় রোজ়িনার।

পুলিশ সূত্রে খবর, রোজ়িনা এবং জ়াহেদের বিয়ে হয় ৭ মাস আগে। বিয়ের কয়েক মাসের মধ্যে জানা যায়, রোজ়িনা ৩ মাসের অন্তঃসত্ত্বা। এরপর থেকেই রেজ়িনার উপর অত্যাচার শুরু করে জ়াহেদ এবং তার মা। সপ্তাহখানেক আগে রোজ়িনা যখন ঘুমোচ্ছিলেন, সেই সময় জা়হেদ স্ত্রীর গলায় দড়ি জড়িয়ে তাঁকে নৃশংসভাবে খুন করে। রোজ়িনার মা জ়াহেদের ওই কীর্তি দেখে চিৎকার শুরু করেন। ততক্ষণে জ়াহেদ পালিয়ে যায়।

আশঙ্কাজনক অবস্থায় রোজ়িনাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসার মাঝে রবিবার রোজ়িনার মৃত্যু হ বলে খবর। জ়াহেদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। আপাতত তাকে হেফাজতে নিয়ে পুলিশ জেরা শুরু করেছে বলে খবর।



@endif