Cobra Attacks: বিষধর কোবরাকে মুখে নিয়ে রিল শুট, মৃত্যু তরুণের

রিলস তৈরি করতে বিষধর কোবরাকে মুখে তুলে নিয়েছিলেন তিনি। স্বাভাবিকভাবেই কোবরার ছোবলে প্রাণ যায় তাঁর। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার কামারেড্ডি জেলায়।

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

নয়াদিল্লিঃ যতদিন যাচ্ছে ক্রমশ রিলসের(Reels) দিকে ঝোঁক বাড়ছে মানুষের। বিশেষ করে বর্তমান প্রজন্ম রিলসের নেশায় আসক্ত(Addicted)। রিলস বানাতে জীবন বাজি রাখতেও পিছপা হয় না তারা। আর এ বার প্রাণের ঝুঁকি নিয়ে রিলস বানাতে গিয়ে মৃত্যু ২০ বছরের তরুণের। রিলস তৈরি করতে বিষধর কোবরাকে(Cobra) মুখে তুলে নিয়েছিলেন তিনি। স্বাভাবিকভাবেই কোবরার ছোবলে প্রাণ যায় তাঁর। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার(Telangana) কামারেড্ডি(Kamareddy) জেলায়। মৃতের নাম শিবরাজ। বাবার সঙ্গে মিলে বিভিন্ন জায়গা থেকে সাপ ধর‍তেন তিনি। এই সাপটিকেও ধরেন তাঁরা। এরপর সেটিকে মুখে নিয়ে রিলস বানাচ্ছিলেন। ক্যামেরা ধরে ছিলেন বাবা। তাঁর সামনেই কোবরার ছোবলে মৃত্যুর কোলে ঢলে পড়ে ছেলে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে শিবরাজকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা প্রসঙ্গত, কিছুদিন আগেই অন্ধ্রপ্রদেশে কোবরার ছোবলে মৃত্যু হয় এক মদ্যপ যুবকের। মত্ত অবস্থায় রাস্তায় মাঝে একটি বিষধর কোবরা সাপের সঙ্গে খেলা করতে গিয়েছিলেন তিনি। নানারকম ভাবে সাপটিকে বিরক্ত করতে থাকেন শেষমেশ তাঁকে ছোবল দেয় সাপটি।

বিষধর কোবরাকে মুখে নিয়ে রিল শুট



@endif