Telangana: 'এত বড় চুল কেন?' স্কুলের মধ্যেই ছাত্রদের মাথায় কাঁচি চালিয়ে বিপাকে শিক্ষিকা

সমালোচনার ঝড় উঠতেই আপাতত ইংরেজি শিক্ষিকাকে সাসপেনশন দেওয়া হয়েছে। এই ঘটনার তদন্তের আশ্বাস দিয়েহে তেলেঙ্গানা শিক্ষা দফতর।

প্রতীকী ছবি (Photo Credit: Pixabay)

নয়াদিল্লিঃ চুল (Hair) এত বড় কেন? রাগের মাথায় স্কুলেই পড়ুয়াদের (Students) চুল কেটে (Hiair Cut) উড়িয়ে দিলেন শিক্ষিকা (Teacher) । ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার (Telangana) কাল্লুর মন্ডলের এক সরকারি স্কুলে। এই ঘটনার জেরে শিক্ষিকা বরখাস্ত করল স্কুল। অভিযোগ শনিবার স্কুলের ১৫ জন পড়ুয়ার চুল কাঁচি দিয়ে কেটে দেন ওই শিক্ষিকা। পড়ুয়ারা প্রত্যেকেই অষ্টম, নবম এবং দশম শ্রেণির ছাত্র। আর এরপরই স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে পড়ুয়া এবং তাদের অভিভাবকেরা। এই ঘটনায় সমালোচনার ঝড় উঠতেই আপাতত ইংরেজি শিক্ষিকাকে সাসপেনশন দেওয়া হয়েছে। এই ঘটনার তদন্তের আশ্বাস দিয়েহে তেলেঙ্গানা শিক্ষা দফতর। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, ছাত্রদের চুল কাটা শিক্ষিকার কাজ নয়। ছাত্ররা কোনও অন্যায় করলে তা অভিভাবকদের জানানো হবে। কিন্তু এই ধরনের ব্যবহার কাম্য নয়। এই ঘটনার যথাযথ তদন্ত হবে।" এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন অন্যান্য ছাত্রছাত্রীদের অভিভাবকরাও। এই শিক্ষিকার বিরুদ্ধে ভুরিভুরি অভিযোগ উগরে দিয়েছেন তাঁরা। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত অভিযুক্ত শিক্ষিকার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।