Telangana: মত্ত অবস্থায় হবু কনের সঙ্গে অভব্য আচরণ, বিয়ে বাতিলের পরেও যৌতুকের ৩ কোটি ফেরাতে অস্বীকার পাত্রপক্ষের

বিয়ের জন্যে যৌতুকে বিপুল অর্থ সঙ্গে একটি হিরের আংটি এবং ২ লক্ষ টাকা দামের একটি ঘড়ি চাওয়া হয়েছিল ছেলের বাড়ির তরফে। সব মিলিয়ে প্রায় ৩ কোটি টাকার গল্প।

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

হায়দরাবাদ, ৮ এপ্রিলঃ বিয়ের কিছুদিন আগেই হবু বরের মত্ত অবস্থায় কনে এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার নমুনা দেখে বিয়ে বাতিল করে মেয়ের পরিবার। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বিয়ের তারিখ পাকা হয়েছিল দুজনের। কিন্তু বিয়ের আগেই বরের আচরণের জেরে বাতিল হয়েছে বিবাহ। অভিযুক্ত বরের বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা।

কনে এবং হবু শ্বশুর বাড়ির সদস্যদের সঙ্গে মত্ত অবস্থায় অভব্য আচরণ, বিয়ে বাতিল হওয়ার পরেও যৌতুকে নেওয়া ৩ কোটি টাকা ফেরত না দেওয়ার অভিযোগে অন্ধ্রপ্রদেশ ছিত্তর নিবাসী বৈষ্ণবের বিরুদ্ধে মামলা দায়ের করেছে কনেপক্ষ।

পুলিশের কাছে অভিযোগে মেয়ের পরিবার জানায়, বিয়ের জন্যে যৌতুকে বিপুল অর্থ সঙ্গে একটি হিরের আংটি এবং ২ লক্ষ টাকা দামের একটি ঘড়ি চাওয়া হয়েছিল ছেলের বাড়ির তরফে। সব মিলিয়ে প্রায় ৩ কোটি টাকার গল্প। কিন্তু বিয়ে বাতিলের পর সেই টাকা ফেরত দিয়ে দেবেন বলেই শুরুতে জানিয়েছিল পাত্রপক্ষ। কিন্তু ধীরে ধীরে দিন যত এগিয়েছে আর কোন পাত্তা পাওয়া যায় না তাঁদের। এমনকি ফোন করলে কেউ ফোন তুলত না। শেষমেশ পাত্রপক্ষ জানিয়ে দেয় তাঁরা যৌতুকের টাকা এবং জিনিস কোনটাই ফেরত দেবেন না।

এরপরেই অভিযুক্ত বর, তাঁর পরিবার এবং তাঁর বন্ধুদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে কন্যাপক্ষ। ভারতীয় দণ্ড বিধির অধীনে ৩৫৪ (শালীনতা ক্ষুণ্ণ করার অভিপ্রায়ে মহিলার উপর হামলা বা বলপ্রয়োগ), ৩২৪ (স্বজ্ঞানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা), ৪২০ (প্রতারণা), ৪০৬ (বিশ্বাস ভঙ্গ করা), ৫০৬ (অপরাধমূলক হুমকি), এবং যৌতুক নিষেধাজ্ঞা আইনের অধীনে মামলা দায়ের হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে।



@endif