Close
Advertisement
 
শুক্রবার, নভেম্বর 22, 2024
সর্বশেষ গল্প
8 minutes ago
Live

Telangana Assembly Election Results 2023 Live: তেলাঙ্গানায় গণনার শুরুতে এগিয়ে কংগ্রেস ! ঐতিহাসিক জয়ের অপেক্ষায় হাত শিবির

ভারত পার্থ | Dec 03, 2023 08:55 AM IST
A+
A-
03 Dec, 08:55 (IST)

তেলাঙ্গানায় ভোট গণনার শুরুতে অনেকটা এগিয়ে রয়েছে কংগ্রেস। ১১৯ আসনের তেলাঙ্গানায় ৭১টি-র ফলের প্রবণতা আসতে শুরু করেছে। তাতে কংগ্রেস এগিয়ে ৪৯টি-তে, সেখানে রাজ্যের শাসক দল বিআরএস মাত্র ২৭টি-তে লিড নিয়েছে। বিজেপি এগিয়ে ৫টি-তে।

 

দক্ষিণ ভারতের গুরুত্বপূর্ণ রাজ্য তেলাঙ্গানা বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। গত ৩০ নভেম্বর এক দফায় দক্ষিণের এই রাজ্যের ১১৯টি বিধানসভা আসনেরই ভোটগ্রহণ হয়েছিল। প্রায় ৭১ শতাংশ ভোট পড়েছিল। সবার নজরে তেলাঙ্গানার ফলের দিকে। ২০১৪, ২০১৮-র পর ২০২৩ বিধানসভা নির্বাচনেও কি জিতে হ্যাটট্রিক করবেন কে চন্দ্রশেখর রাও? নাকি ক মাস আগেও তেলাঙ্গানায় একেবারে মুছে যাওয়ার পথ থেকে প্রত্যাবর্তন করে ঐতিহাসিক জয় পাবে কংগ্রেস? সেইদিকেই সবার নজর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আবেদন শুনে তেলাঙ্গানাবাসী বিজেপি-কে কতটা গুরুত্ব দিয়েছে সেটাও দেখার।

২০১৪ সালে অন্ধ্রপ্রদেশ থেকে বেরিয়ে এসে নতুন রাজ্য হওয়ার পর পৃথক তেলেঙ্গানায় প্রথম নির্বাচন হয়েছিল সে বছরই। সেই নির্বাচনে ১১৯টির মধ্যে ৯৯টি-তে অনায়াসে জিতে প্রথমবার মুখ্যমন্ত্রী হয়েছিলেন কে চন্দ্রশেখর রাও।

কংগ্রেস সেবার মাত্র ৭টি ও বিজেপি ৫টি আসনে জিতেছিল। ২০১৮ সালে তেলাঙ্গনায় দ্বিতীয়বার হওয়া বিধানসভা নির্বাচনে কেসিআর-এর টিআরএস ফের বড় ব্যবধানে জিতে ক্ষমতায় ফিরেছিল। গতবার টিআরএস পায় ৬৩টি, কংগ্রেস ২১টি, বিজেপি ৫টি আসন।


Show Full Article Share Now