Indore: গুড়ের সাথে ইঁদুর মারার বিষ খেয়ে মৃত্যু এক কিশোরীর! ঘটনার তদন্তে পুলিশ
ইন্দোর, ১৮ এপ্রিল: না জেনে গুড়ের সঙ্গে ইদুর মারার বিষ খেয়ে মৃত্যু হল এক কিশোরাী। ঘটনাটি ঘটেছে ইন্দোরের রাউ পুলিশ স্টেশন এলাকায়। পরিবারের তরফ থেকে জানা যাচ্ছে, গত রবিবার রাঙ্গওয়াসা এলাকার নিবাসী ওমপ্রকাশ রাঠোরের মেয়ে, বছর ১৬-র অঞ্জলি বাড়িতেই এই কাণ্ড করে ফেলে। তারপর পরিবারের লোকজন তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালে দু'দিন ধরে চিকিৎসা চলে ওই কিশোরীর। অবশেষে গত মঙ্গলবার মৃত্যু হয় তাঁর। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, ইদুর মারার জন্য বিষযুক্ত ওই গুড়ের পাত্রটি রান্নাঘরেই রাখা ছিল। কিন্তু অঞ্জলি সে ব্যাপারে কিছু না জেনেই গুড়টি খেয়ে ফেলে। তারপরেই অস্বাভাবিক রকমের বমি হতে থাকে তাঁর। এরপর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা চিকিৎসা শুরু করে। কিন্তু শেষরক্ষা হল না।
যদিও, ঘটনাটি নিতান্তই অসাবধানতাবশত হয়েছে নাকি এর পেছনে রয়েছে কোনও গভীর ষড়যন্ত্র তা খতিয়ে দেখছে পুলিশ। অঞ্জলি স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণীতে পড়ত। সেদিন স্কুল থেকে এসেই কেন হঠাৎ সে বিষযুক্ত গুড় খেতে গেল তা খতিয়ে দেখছে তদন্তকারী অফিসাররা।