Teacher Shot Dead By Cop: শিক্ষকের সঙ্গে বচসা! গুলি করে খুন করল পুলিশ কনস্টেবল

Representational Image (Photo Credits: PTI)

মুজাফফরনগরে (Muzaffarnagar) শিক্ষককে গুলি করে খুন করার অভিযোগ উঠল এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে। রবিবার রাতে ঘটনাটি ঘটে সিভিল লাইন এলাকায়। মৃত ধর্মেন্দ্র কুমার শিক্ষক হওয়ার পাশাপাশি বারানসী শিক্ষা দফতরের একজন সদস্য। অভিযুক্ত সিনিয়র কনস্টেবল চন্দর প্রকাশকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কথা কাটাকাটির মাঝেই নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি করে ওই পুলিশকর্মী।

পুলিশ জানিয়েছে, এদিন বোর্ডের পরীক্ষার খাতা রাখতে ধর্মেন্দ্র সহ আরও এক শিক্ষক, দু'জন শিক্ষাকর্মী এবং একটি পুলিশ টিম গিয়েছিল স্থানীয় এসডি ইন্টার কলেজে। সেখানে ধর্মেন্দ্র এবং চন্দর দুজন গাড়িতে অপেক্ষা করছিলেন। আর সেই সময়ই কথাবার্তা শুরু হয়, আর ধীরে ধীরে তা বচসায় পরিণত হয়।

তখনই মেজাজ হারিয়ে চন্দর নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালায়। আহত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে ধর্মেন্দ্র। তাঁকে উদ্ধার করে সহকর্মীরা স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অন্যদিকে সার্ভিস রাইফেল বাজেয়াপ্ত করে চন্দর প্রকাশকে গ্রেফতার করা হয়।



@endif