Free Ram Tattoo: বিনামূল্যে ভক্তদের হাতে রামের ট্যাটু করছেন নাগপুরের শিল্পী, দেখুন ভিডিয়ো

২২ জানুয়ারি অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠা হবে রামের। তার আগে দেশ তথা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নানা উপহার এসে পৌঁছচ্ছে অযোধ্যায়। এবার জানা গেল, মন্দিরের দ্বারোদঘাটনের আগে প্রথম ১০০১ জন রাম ভক্তের হাতে বিনামূল্যে ভগবান রামের নাম লিখে দেওয়ার অফার দিয়েছেন একজন ট্যাটু শিল্পী।

Photo Credits: ANI

নাগপুর: ২২ জানুয়ারি অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠা হবে রামের। তার আগে দেশ তথা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নানা উপহার এসে পৌঁছচ্ছে অযোধ্যায় (Ayodhya)। এবার জানা গেল, মন্দিরের দ্বারোদঘাটনের আগে প্রথম ১০০১ জন রাম ভক্তের হাতে বিনামূল্যে ভগবান রামের (Lord Ram) নাম লিখে দেওয়ার অফার দিয়েছেন একজন ট্যাটু শিল্পী। আরও পড়ুন: Sangareddy Shocker: নির্মীয়মাণ চার্চ ভেঙে তেলাঙ্গানায় মৃত ব্যক্তি, দুর্ঘটনাস্থলের ভিডিয়ো

মহারাষ্ট্রের নাগপুরে ঋত্বিক দারোদে (Tattoo artist Hritik Darode) নামে ওই শিল্পীকে নিজের কথা মতো রাম ভক্তদের (Ram devotees) হাতে তাঁদের আরাধ্যের নাম লিখে দিতে দেখা যাচ্ছে সংবাদ সংস্থা এএনআইয়ের এক্স হ্যান্ডেলে পোস্ট করা ভিডিয়োতে। যাতে প্রচুর মানুষকে লাইন দিয়ে নাম লেখাতে (register) দেখা যাচ্ছে। আরও পড়ুন: Uttar Pradesh: চার মাস বেতন আটকে রাখার অভিযোগে পঞ্চায়েত সচিবকে বেধড়ক মার, দেখুন ভাইরাল ভিডিয়ো

দেখুন ভিডিয়ো :