Air India's New Logo: বদলে গেল কোর্নাকের চাকা, নয়া অবতারে এয়ার ইন্ডিয়া
বৃহস্পতিবার সন্ধ্যায় নয়াদিল্লিতে আয়োজিত রিব্র্যান্ডিং অনুষ্ঠানে নয়া অবতারে আত্মপ্রকাশ করল টাটা গোষ্ঠীর নিয়ন্ত্রণাধীন বিমান পরিষেবা সংস্থা এয়ার ইন্ডিয়া।
নয়াদিল্লি: বৃহস্পতিবার সন্ধ্যায় নয়াদিল্লিতে (New Delhi) আয়োজিত রিব্র্যান্ডিং অনুষ্ঠানে (rebranding event) নয়া অবতারে আত্মপ্রকাশ করল টাটা গোষ্ঠীর নিয়ন্ত্রণাধীন বিমান পরিষেবা সংস্থা এয়ার ইন্ডিয়া (Tata-Backed airline Air India)। কোর্নাকের চাকা (Wheel of Konark) যুক্ত লোগো বদলে এল নতুন লোগো (New Logo)। ডিসেম্বর মাস থেকে নতুন লোগা দেওয়া বিমানে যাত্রীরা সফর করবেন বলে জানানো হয়েছে সংস্থার তরফে।
অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন (Tata Sons chairman N Chandrasekaran) বলেন, "এই যাত্রায় এয়ার ইন্ডিয়াকে বিশ্বমানের একটি বিমান সংস্থা (world class airline) হিসেবে গড়ে তোলার জন্য পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ (Fully committed) আমরা। আজকে গুরুত্বপূর্ণ মাইলস্টোন (Important milestone) তৈরি হল, কারণ নতুন ভারতে নতুন রূপে এয়ার ইন্ডিয়াকে প্রকাশ করার লক্ষ রয়েছে আমাদের। যে ভারতে প্রত্যেকের চাহিদা সীমাহীন।"
নতুন লোগোর প্রসঙ্গে তিনি বলেন, নতুন লোগো ‘দ্য ভিস্তা’ (The Vista), সোনার জানলার (gold window frame) একটি ছবি দেখে অনুপ্রাণিত (inspired) হয়ে করা হয়েছে। এই প্রতীকের অর্থ অসীম সম্ভাবনা (Limitless possibilities), প্রগতিশীলতা (Progressiveness) এবং ভবিষ্যতের প্রতি বিমান সংস্থার সাহসী (bold) ও আত্মবিশ্বাসী দৃষ্টিভঙ্গি (Confident outlook)। আরও পড়ুন: Adhir Chowdhury Suspended From Lok Sabha: লোকসভায় মোদিকে বেনজির আক্রমণের জের! সাসপেন্ড অধীর চৌধুরী
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)