Tamilnadu : রাজ্য শিক্ষা নীতির পথেই তামিলনাড়ু, মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের বর্ষপূর্তিতে জানালেন এম কে স্ট্যালিন
মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের ১৬৫ তম বর্যপূর্তি উপলক্ষ্যে রাজ্য শিক্ষানীতি নিয়ে সওয়াল তুললেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন
তামিলনাড়ুর মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের ১৬৫ বছর বর্ষপূর্তি উপলক্ষ্যে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন জানান, "তামিলনাড়ু সরকার রাজ্যের ইতিহাস, ভবিষ্যতের পরিকল্পনা, অর্থনৈতিক উন্নতি, পেশাগত চিন্তাধারা ওপর ভিত্তি করে স্টেট এডুকেশন পলিসি লাগু করার চেষ্টায় রয়েছে, "
জাতীয় শিক্ষানীতি চালু করেছে কেন্দ্রীয় সরকার। যেখানে পাঠক্রমেও বদল এসেছে। বিভিন্ন বোর্ডগুলিতেও সিলেবাসে বদল আনা হয়েছে। সম্প্রতি পশ্চিমবঙ্গেও কার্যকর হয়েছে জাতীয় শিক্ষানীতি। নতুন কার্যক্রমে গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে ৪ বছরের সময় নির্ধারণ করা হয়েছে। তবে কিছু রাজ্যে জাতীয় শিক্ষানীতি চালু হলেও বেশ কিছ রাজ্য জাতীয় শিক্ষানীতির বদলে রাজ্য শিক্ষানীতিকেই প্রাধান্য দিচ্ছেন বেশি। স্ট্যালিনের বক্তব্যেই ফুটে উঠল সেই সুর।
বিশ্ববিদ্যালয়ের ১৬৫ বছর পূর্তি উপলক্ষ্যে উপস্থিত ছিলেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূ, তামিলনাড়ুর গভর্নর আরএন রবি এবং অন্যান্য অনেকেই।