Tamil Nadu: মেডিক্যাল কলেজের বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা পড়ুয়া চিকিৎসকের, ক্যাম্পাসে চাঞ্চল্য
ক্যাম্পাসের একটি ভবনের পাঁচ তলা থেকে ঝাঁপ দিয়ে তরুণী আত্মহত্যা করেছেন বলে জানা যাচ্ছে।
কলকাতার বুকে আরজি কর মেডিক্যাল কলেজে (RG Kar Medical College) কর্তব্যরত মহিলা চিকিৎসক পড়ুয়াকে খুন এবং ধর্ষণের ঘটনার বিচার চেয়ে যখন উত্তাল গোটা রাজ্য তখন তামিলনাড়ুর (Tamil Nadu) এক বেসরকারি মেডিক্যাল কলেজ থেকে তরুণী পড়ুয়া চিকিৎসকের আত্মহত্যার খবর মিলল। ঘটনাটি ঘটেছে কাঞ্চিপুরম জেলার একটি বেসরকারি হাসপাতাল মীনাক্ষী মেডিকেল কলেজে। ক্যাম্পাসের একটি ভবনের পাঁচ তলা থেকে ঝাঁপ দিয়ে তরুণী আত্মহত্যা করেছেন বলে জানা যাচ্ছে।
পুলিশ সূত্রে খবর, বছর ২৩ এর মৃতা পড়ুয়া চিকিৎসকের (Trainee Doctor) নাম শার্লিন। তিরুনেলভেলির বাসিন্দা শার্লিন মেডিকেল কলেজের স্নাতকস্তরের পঞ্চম বর্ষের ছাত্র এবং প্রশিক্ষণার্থী ডাক্তার ছিলেন। রবিবার রাতে ক্যাম্পাসের একটি ভবনের জানালা থেকে ঝাঁপ দিয়ে ওই পড়ুয়া চিকিৎসক আত্মঘাতী হয়েছেন বলে জানা যাচ্ছে। তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসা হয় হাসপাতালের জরুরি বিভাগে। কিন্তু বাঁচানো যায়নি।
মৃতার সহপাঠীরা জানাচ্ছে, ওই রাতে শার্লিনকে দীর্ঘক্ষণ পঞ্চম তলার একটি জানালার সিলের (জানালার বাইরে বেরিয়ে থাকা অংশ) উপর বসে থাকতে দেখা গিয়েছিল। কেউ তাঁর কাছে পৌঁছনো কিংবা তাঁর সঙ্গে কথা বলতে যাওয়ার আগেই ঝাঁপ দিয়ে দেন শার্লিন।
ঘটনার প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ব্যক্তিগত কোন কারণে শার্লিন মানসিক অবসাদে ভুগছিলেন। সেই থেকেই এমন কাণ্ড ঘটিয়ে থাকতে পারেন। স্থানীয় পুলিশ বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত শুরু করেছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।