IPL Auction 2025 Live

Tamil Nadu: মাস্কে মুখ ঢেকে স্কুলে প্রবেশ করে শিক্ষক এবং সহপাঠীকে ছুরির হামলা বহিষ্কৃত ছাত্রের

আহত কমার্সের শিক্ষক এবং পড়ুয়াকে রক্তাক্ত অবস্থায় নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সোমবার তামিলনাড়ুর শ্রীরঙ্গম বয়েজ হায়ার সেকেন্ডারি স্কুলের ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য।

Representational Image (Photo Credits: Pixabay)

ত্রিচি, ৩০ জুলাইঃ মাস্কে মুখ ঢেকে স্কুলে প্রবেশ করে সহপাঠী এবং শিক্ষককে ছুরি মারার অভিযোগ উঠল ওই স্কুলেরই এক বহিষ্কৃত ছাত্রের বিরুদ্ধে। আহত কমার্সের শিক্ষক এবং পড়ুয়াকে রক্তাক্ত অবস্থায় নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সোমবার তামিলনাড়ুর শ্রীরঙ্গম বয়েজ হায়ার সেকেন্ডারি স্কুলের ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।

পুলিশ সূত্রে খবর, বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ওই ছাত্রকে সম্প্রতি স্কুল থেকে বহিষ্কার করে বিদ্যালয় কর্তৃপক্ষ। সকলের অগোচরে এদিন দুপুর সাড়ে তিনটের দিকে ছুরি হাতে স্কুলে প্রবেশ করে অভিযুক্ত। তার মুখ ছিল মাস্কে ঢাকা। সোজা শ্রেণিকক্ষে ঢুকে এক ছাত্র এবং কমার্স বিভাগের শিক্ষক শিবকুমারকে ছুরি মারে বহিষ্কৃত পড়ুয়া। এক মুহূর্তও সময় নষ্ট না করে স্কুল থেকে দৌড়ে পালায় অভিযুক্ত। এরপরেই দুই আহতকে নিয়ে আসা হয় শ্রীরঙ্গম সরকারি হাসপাতালে। সেখানেই চিকিৎসা চলছে আহত শিক্ষক এবং পড়ুয়ার।

মাথায় ক্ষত নিয়ে কমার্সের শিক্ষক শিবকুমার পুলিশকে জানান, সম্প্রতি স্কুলের বিজ্ঞান বিভাগ এবং কলা বিভাগের ছাত্রদের মধ্যে কোন এক বিষয় নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। সে খবর তিনি পেয়েছিলেন ঠিকই। কিন্তু সমস্যার কারণ সম্পর্কে তিনি অবগত ছিলেন না। সোমবার ক্লাসের মধ্যে মাস্ক পরা ওই ছেলেটিকে দেখে তিনি খানিক অবাক হন। সে কি চায় জানতে চান তিনি। এরপর ক্লাসের এক ছাত্রকে নাম ধরে ডাকে সে। তার দিকে এগিয়ে গিয়ে ছুরি বের করে হামলা চালায়। দৃশ্য দেখে ক্লাসের বাকি ছাত্রদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। হৈচৈ কাণ্ড বেঁধে যায় ক্লাসঘরে। এরপর ওই যুবক শিক্ষকের মাথায় ছুরি দিয়ে আঘাত করে চম্পট দেয়।

ঘটনার একটি অভিযোগ দায়ের করেছে পুলিশ পলাতক যুবককের খোঁজ চলছে।