Tamil Nadu Shocker: স্কুলের শৌচাগারে সন্তানের জন্ম, পেন দিয়ে নাড়ি কেটে ক্লাসে ফিরল ছাত্রী

ভুবনগিরি থানা সংলগ্ন এলাকার একটি স্কুলের শৌচাগারে সম্প্রতি এক সদ্যোজাতর দেহ উদ্ধার করে পুলিশ। কার সন্তান বলে খোঁজ শুরু হলে, ওই স্কুলের একাদশ শ্রেণির ছাত্রীকে সনাক্ত করা হয়।

Representational Images (Photo Credit: Twitter)

চেন্নাই, ৬ সেপ্টেম্বর:  স্কুলের শৌচাগারে (Toilet) সন্তান জন্মের পর পেন দিয়ে নিজের নাড়ি কাাটল একাদশ শ্রেণির ছাত্রী। এমনই একটি চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী এবার তালমিলনাড়ু। তামিলনাড়ুর (Tamil Nadu) ভুবনগিরি থানার পুলিশের কথায় যে তথ্য উঠে আসতে শুরু করেছে, তা শুনলে শিউরে উঠবেন যে কোনও মানুষ।

রিপোর্টে প্রকাশ, ভুবনগিরি থানা সংলগ্ন এলাকার একটি স্কুলের শৌচাগারে সম্প্রতি এক সদ্যোজাতর দেহ উদ্ধার করে পুলিশ (Police)। কার সন্তান বলে খোঁজ শুরু হলে, ওই স্কুলের একাদশ শ্রেণির ছাত্রীকে সনাক্ত করা হয়। পলিশের জিজ্ঞাসাবাদের সময় ওই ছাত্রী জানায়, অন্তঃসত্ত্বা হওয়ার কথা সে বাড়ির কাউকে জানায়নি। সম্প্রতি স্কুলে গেলে তাঁর পেটে ব্যাথা শুরু হয়। ওই সময় শৌচাগারে গেলে, তার সন্তান প্রসব হয়। এরপর পেন দিয়ে নিজের নাড়ি কেড়ে সদ্যোজাতকে সেখানেই ফেলে রাখে। পেন দিয়ে নাড়ি কাটার পর ওই ছাত্রী ক্লাসে ফিরে আসে। কাউকে কিছু ঘুণাক্ষরেও সে জানতে দেয়নি।

আরও পড়ুন: Jammu And Kashmir: ফের উত্তপ্ত কাশ্মীর, অনন্তনাগে গুলির লড়াই, নিহত ২ জঙ্গি

স্কুলের শৌচাগারে সদ্যোজাত পড়ে থাকতে দেখে কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর গোটা বিষয়টি প্রকাশ্যে আসে। ওই ছাত্রী কার জন্য অন্তঃসত্ত্বা হয়েছে, সে বিষয়ে খোঁজ শুরু করেছে পুলিশ। ফলে ওই ছাত্রীর আত্মীয়স্বজন এবং বেশ কয়েকজন পাড়াপ্রতিবেশীকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। পরবর্তী তদন্ত শুরু হয়েছে ওই ঘটনার।