Tamil Nadu Shocker: শিশুর কিশোরী কেয়ারটেকারকে নির্মম মারধরের পর হত্যা করল ৬ জন, ভয়াবহ ঘটনা

Death, Representational Image (Photo Credit: File Photo)

বছর ১৫-র এক কিশোরীর উপর নির্মম অত্যাচারের অভিযোগে গ্রেফতার করা হল ৬ জনকে। কিশোরীর উপর অত্যাচারের অভিযোগে পরপর ৬ জনকে গ্রেফতার করে তামিলনাড়ু (Tamil Nadu Police) পুলিশ। রিপোর্টে প্রকাশ, চেন্নাই (Chennai) পুলিশ সম্প্রতি ৬ জনকে গ্রেফতার করে। গ্রেফতারির পর জানা যায়, তিন মাসের এক শিশুকে দেখভালের জন্য এক কিশোরীকে রাখা হয়। ওই কিশোরীর উপর এরপর বাড়ির লোকজন মারধর শুরু করে। ২০২৩ সালে তাঞ্জাভুরের বাসিন্দা ওই কিশোরী কর্মসূত্রে চেন্নাইতে হাজির হয়। শিশুকে দেখভালের মাঝে ওই কিশোরীকে মারধর করা হয। এমনকী, মারের চোটে মৃত্যুর কোলে ঢলে পড়ে ওই কিশোরী। বিষয়টি প্রকাশ্যে আসার পর শোরগোল হয়। অভিযুক্তদের খোঁজ শুরু করে চেন্নাই পুলিশ। খোঁজ চালিয়ে পুলিশ মহম্মদ নিশাদ, নাসিয়া, লোকেশ, জয়া শক্তি, সীমা এবং মাহেশ্বরী নামের এই ৬ জনকে গ্রেফতার করে। গ্রেফতারির পর আদালতে তোলা হলে পুলিশ ওই ৬ জনকেই জেল হেফাজতের নির্দেশ দেয়।

কিশোরী কেয়ারটেকারকে মারধরের পর সে মৃত্যুর কোলে ঢলে পড়ে...

 



@endif