Tamil Nadu Rainfall: টানা বৃষ্টিতে বিপর্যস্ত তামিলনাড়ুর বেশ কিছু জেলা, বন্ধ হল শিক্ষা প্রতিষ্ঠান

বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটিতে গত ১৪ অক্টোবর রাত থেকেই তামিলনাড়ুতে শুরু হয়েছে প্রবল বর্ষণ। ভারী বৃষ্টিপাতের জেরে চেন্নাই সহ আরও তিন জেলার সরকারি বেসরকারি স্কুল ও কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে মঙ্গলবার।  তিন জেলার কর্মীদের ওয়ার্ক ফ্রম হোম করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী এমকে স্টালিন। সোমবার আবহাওয়া দফতর (IMD) নিম্নচাপের জন্য অতিবৃষ্টির সতর্কতা জারি করেছিল তামিলনাড়ুর বিভিন্ন জেলায়। রাজ্য সরকারের তরফেও সেই মতো প্রস্তুতি নেওয়া হয়েছিল। তবে টানা বৃষ্টিতে চেন্নাইয়ের একাধিক জায়গায় ইতিমধ্যেই জল জমে গিয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের ভারী বৃষ্টির পূর্বাভাসের পর তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকাল অঞ্চলে আজ (১৬ অক্টোবর) সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।ভারতের আবহাওয়া দফতর (IMD) রাজ্যে আগামী দুই দিন আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। একটি বুলেটিনে বলা হয়েছে যে আজ “তিরুভাল্লুর, কাঞ্চিপুরম, চেঙ্গলপাট্টু এবং চেন্নাই জেলার এক বা দুটি জায়গায় ভারি থেকে খুব ভারি বর্ষণ হতে পারে৷

মঙ্গলবার চেন্নাই এবং তামিলনাড়ুর অন্যান্য অংশে বিস্তীর্ণ বৃষ্টিপাতের ফলে জনবসতিপূর্ণ এলাকা এবং রাস্তাগুলিতে হাঁটু সমান জল জমে যায়। জল জমে থাকায় পরিবহন পরিষেবাকে প্রভাবিত করার পাশাপাশি যানজটেরও সৃষ্টি করে। বেশ কয়েকটি এলাকায় বাস পরিষেবাগুলি প্রভাবিত হয়। দক্ষিণ রেলওয়ে জলাবদ্ধতার কারণে চেন্নাই সেন্ট্রাল-মাইসুরু কাবেরি এক্সপ্রেস সহ চারটি এক্সপ্রেস ট্রেন বাতিল করার ঘোষণা করে। বৃষ্টির কারণে পর্যাপ্ত সংখ্যক যাত্রী না থাকায় বেশ কিছু অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে।



@endif