Tamil Nadu Rain: তামিলনাড়ুতে আতঙ্কের বৃষ্টি প্রাণ কাড়ল ১০ জনের, বন্ধ স্কুল, কলেজ
তামিলনাড়ুর অসময়ের বৃষ্টি প্রাণ কাড়ল ১০ জনের। তামিলনাড়ুর মুখ্যসচিব শিবদাস মীনার তরফে এই খবর জানানো হয়েছে। গত ২ দিন ধরে তামিলনাড়ুর বহু অংশে তুমুল বৃষ্টি শুরু হয়েছে।
চেন্নাই, ২০ ডিসেম্বর: গত কয়েকদিন ধরে এক নাগাড়ে বৃষ্টি শুরু হয়েছে তামিলনাড়ুতে (Tmail Nadu)। একটানা বৃষ্টির (Rain) জেরে তামিলনাড়ুর দক্ষিণের বেশ কিছু অঞ্চল কার্যত গোটা রাজ্য থেকে বিচ্ছিন্ন। তামিলনাড়ুতে এক নাগাড়ে বৃষ্টির জেরে যখন মানুষের জীবন বিপন্ন, সেই সময় পরপর ১০ জনের মৃত্যুর খবর মেলে। তামিলনাড়ুর অসময়ের বৃষ্টি প্রাণ কাড়ল ১০ জনের। তামিলনাড়ুর মুখ্যসচিব শিবদাস মীনার তরফে এই খবর জানানো হয়েছে। গত ২ দিন ধরে তামিলনাড়ুর বহু অংশে তুমুল বৃষ্টি শুরু হয়েছে। তিরুনেলভেলি এবং তুতিকোরিনর অবস্থা ক্রমাগত খারাপ হচ্ছে। যার জেরে এই দুই জায়গা থেকেই ১০ জনের মৃত্যুর খবর মেলে। এই ১০ জনের মধ্যে দেওয়াল চাপা পড়ে কারও মৃত্যু হয়, কার আবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ যায়। ফলে পরিস্থিতি ক্রমাগত খারাপ হতে শুরু করেছে তামিলনাড়ুর দক্ষিণের দুই জেলা তুতিকোরিন এবং তিরুনেলভেলির।
দেখুন ভিডিয়ো...
রিপোর্টে প্রকাশ, তিরুনেলভেলিতেই ৯ জনের মত্যু হয়েছে। বন্যা পরিস্থিতি নাগালের বাইরে চলে যাওয়ায় ৯ জনের প্রাণ বাঁচানো সম্ভব হয়নি। ফলে বন্যা উপদ্রুত এলাকায় স্কুল, কলেজ, অফিস সব বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতির উন্নতি হলে, তবেই স্কুল, লেজ খোলা হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়।