Tamil Nadu: প্রয়াত জেনরাল-সহ বাকিদের মরদেহবাহী অ্যাম্বুল্যান্সের পথে ফুলের পাপড়িতে শ্রদ্ধা নিবেদন তামিলনাড়ুবাসীর, দেখুন ভিডিও

তামিলনাড়ুর কুন্নুরে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রয়াত চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত-সহ ১৩ জন সেনাকর্মীর মরদেহ মাদ্রাজ রেজিমেন্টাল সেন্টার থেকে রওনা হয়েছে সুলুর এয়ারবেসের দিকে।

Locals shower flower petals as ambulances carrying the mortal remains of CDS Bipin Rawat (Photo Credits: ANI)

তামিলনাড়ুর কুন্নুরে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রয়াত চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত-সহ ১৩ জন সেনাকর্মীর মরদেহ মাদ্রাজ রেজিমেন্টাল সেন্টার থেকে রওনা হয়েছে সুলুর এয়ারবেসের দিকে। গন্তব্য দিল্লি। এই গোটা যাত্রাপথে দেশের সেনা সর্বাধিনায়ক-সহ বাকিদের  অ্যাম্বুল্যান্সে  ফুলের পাপড়িতে শ্রদ্ধা জানাল তামিলনাড়ুর জনতা।

দেখুন ভিডিও



@endif