Tamil Nadu Illicit Liquor Case: তামিলনাড়ুর কল্লাকুরিচিতে বিষমদের বলি ২৯, সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ২০

মঙ্গলবার রাতে কল্লাকুরিচি শহরের করুণাপুরম এলাকায় বেআইনি মদ বিক্রেতাদের থেকে ওই বিষমদ পান করেন সকলে ৷এরপর বাড়ি ফিরে তারা অসুস্থ বোধ করতে থাকে ৷ শুরু হয় মাথা যন্ত্রণা, পেটে ব্যথা, বমি ৷

Tamil Nadu illicit liquor Case Photo Credit: Twitter@ANI

তামিলনাড়ুর কল্লাকুরিচি জেলায় বিষ মদ খেয়ে মৃত্যু হল ২৫ জনের। বিষাক্ত মদের ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন আরও জনা ২০। পুলিশ সূত্রের মৃতদের  সকলেই দিনমজুর৷ মঙ্গলবার রাতে কল্লাকুরিচি শহরের করুণাপুরম এলাকায় বেআইনি মদ বিক্রেতাদের থেকে ওই বিষমদ পান করেন সকলে ৷এরপর বাড়ি ফিরে তারা অসুস্থ বোধ করতে থাকে ৷ শুরু হয় মাথা যন্ত্রণা, পেটে ব্যথা, বমি ৷ এরপর তাদেরকে কল্লাকুরিচি মেডিক্যল কলেজে ভর্তি করানো হয়। সেখানেই চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় ২৫ জনের ৷

২০ জনেরও বেশি মেডিক্যাল কলেজেই ভর্তি হলেও বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের পুদুচেরির জওহরলাল ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চে স্থানান্তরিত করা হয় ৷

কল্লাকুরিচিতে বেআইনি বিষ মদের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৯, আজ সকালে কল্লাকুরিচি জেলার কালেক্টর এমএস প্রশান্ত সেই সংখ্যা নিশ্চিত করেছেন।

দুঃখপ্রকাশ করে ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন ৷ এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "কল্লাকুরিচিতে বিষাক্ত মদ পান করে মানুষের মৃত্যুর ঘটনায় আমি বিস্মিত এবং একইসঙ্গে দুঃখিত ৷ ঘটনায় জড়িত সকলেই ইতিমধ্যে গ্রেফতার হয়েছে ৷ যে সকল প্রশাসনিক আধিকারিক এই জঘন্য ঘটনা রুখতে ব্যর্থ হয়েছেন, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ এহেন অপরাধের সঙ্গে জড়িত বাকিদের চিহ্নিত করা গেলে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে ৷ সমাজকে নষ্ট করার এহেন জঘন্য অপরাধ কড়া হাতে দমন করা হবে ৷"