Taj Mahal: তাজমহলে গঙ্গাজল ঢেলে গ্রেফতার দুই যুবক, দেখুন ভিডিয়ো
পুলিশ সূত্রে খবর, এ দিন তাজমহলের বেসমেন্টের সিঁড়ির কাছে থাকা শাহজাহান এবং মোমতাজের কবরে প্লাস্টিকের বোতলে করে জল ঢালতে দেখা গিয়েছে তাঁদের।
নয়াদিল্লিঃ শ্রাবণ মাস জুড়ে শিব ঠাকুরের (Shiv)a মাথায় জল ঢালেন অনেক মানুষ। হিন্দু (Hindu) ধর্মে দীর্ঘদিন ধরে চলে আসছে এই প্রথা। কিন্তু এ বার ভরা শ্রাবণ (Sawan)মাসে তাজমহলে( Ta Mahal) শাহজাহান (Shahjahan) এবং মোমতাজের কবরে গঙ্গাজল ঢেলে বিতর্কে জড়ালেন দুই যুবক। শনিবার অর্থাৎ ৩ জুলাই এই ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত দুই যুবকের নাম ভিনেশ ও শ্যাম। দুজনেই মথুরার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, এ দিন তাজমহলের বেসমেন্টের সিঁড়ির কাছে থাকা শাহজাহান এবং মোমতাজের কবরে প্লাস্টিকের বোতলে করে জল ঢালতে দেখা গিয়েছে তাঁদের। জানা গিয়েছে, অখিল ভারত হিন্দু মহাসভার সদস্য তাঁরা। তাঁদের দাবি তাজমহল আসলে কোনও স্মৃতিস্তম্ভ নয়, বরং একটি একটি শিব মন্দির তাই এই কাজ করেছেন তাঁরা। এরপর এই দুই ব্যাক্তিকে আটক করা হয়। শুধু তাই নয়, এই দুই যুবকের দাবি, তাজমহলে নাকি 'ওম' লেখা স্টিকার ছিল। তার উপরেই জল ঢেলেছেন তাঁরা। এই ঘটনায় গ্রা পুলিশের ডেপুটি কমিশনার, সুরজ রাই জানান, এই দুই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ওয়ার্ল্ড হেরিটেজ বা বিশ্ব ঐতিহ্যের তালিকায় থাকা তাজমহলে ঢুকে এই ঘটনা ঘটানোর জন্য তাঁদের গ্রেফতার করা হয়েছে। উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। প্রসঙ্গত, দিন কয়েক আগেই কাসগঞ্জের এক মহিলা গঙ্গাজল নিয়ে তাজমহলে হাজির হয়েছিলেন। তিনি দাবি করেছিলেন তাজমহলে গঙ্গা জল ঢালার জন্য স্বপ্নাদেশ পেয়েছিলেন তিনি। কিন্তু তাঁকে পুলিশ তাজমহলের ভিতরে প্রবেশে বাঁধা দেয়।