Swati Maliwal Reaches Imphal: মণিপুর সরকারের নিষেধাজ্ঞা এড়িয়ে ইম্ফল পৌছলেন স্বাতী মালিওয়াল
ইম্ফল থেকে মুখ্যমন্ত্রীর দফতরে যাবেন স্বাতী মালিওয়াল
দিল্লি মহিলা কমিশনের চেয়ারম্যান স্বাতী মালিওয়াল পৌছলেন ইম্ফলে। মণিপুর সরকারের নিষেধাজ্ঞা সত্বেও নির্যাতিতা মহিলাকে দেখতে মণিপুরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। সরকার যাতে তাকে অনুমতি দেয় সেই আবেদনও করেছিলেন তিনি।
তিনি জানান, "আমি সোজা মুখ্যমন্ত্রী দফতরে যাব, আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই। আমি নির্যাতিতা মহিলার সঙ্গে দেখা করতে চাই এবং দেখব তাদের কাউন্সেলিং, সহায়তার প্রয়োজন রয়েছে কিনা"
এছাড়া তিনি রাজ্য সরকারের কাছে আবেদন জানান যে তিনি মণিপুরের মানুষদের সাহায্য করতে এসেছেন।"অনুরোধ, আমাকে এটা করতে দিন, আমি এখানে রাজনীতি করতে আসিনি। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শিশু ও নারী মন্ত্রী স্মৃতি ইরানিকে বলব আপনার মণিপুরে এসে ঘুরে যান, আমি রাজ্যপালের সঙ্গে দেখা করার চেষ্টা করব" বলে জানান তিনি।
যদিও মণিপুরে যাওয়ার সিদ্ধান্তকে আরও একবার ভেবে দেখার জন্য আবেদন জানানো হয় মণিপুর সরকারের তরফে। তবে স্বাতী মালিওয়াল জানিয়েছেন যে, অনেক ভাবনা চিন্তা করার পরই তিনি মণিপুরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এবং রাজ্য সরকারের কাছে তিনি আপিল করেন যে তাঁকে যেন আটকানো না হয় বরঞ্চ ব্যবস্থা করে দেওয়া হয় যাতে সে নির্যাতিতা মহিলার কাছে যেতে পারেন।
মালিওয়াল দাবি করেছেন যে, বহু নারী এই হিংসার কারণে দিল্লিতে চলে এসেছেন এবং এই বিষয়গুলি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করার জন্য সময় চেয়ে নিয়েছেন তিনি।
এছাড়া বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও একটি চিঠি লেখেন তিনি। যাতে মণিপুরে হওয়া হিংসার ঘটনা দ্রুত নিষ্পত্তি করা যায় এবং বিচার চাওয়া নাগরিকরা যাতে সুষ্ঠভাবে বিচার পায় তার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেন তিনি।