Bhopal Murder:পরকীয়া সন্দেহে স্ত্রীকে নৃশংসভাবে খুন, গ্রেফতার অভিযুক্ত স্বামী
জানা গিয়েছে, পারেওয়াখেদাতে দিদার বাড়িতে থাকতেন সোনিয়া। সেখানেই নাদিমের সঙ্গে বিয়ে হয় তাঁর। নাদিম পেশায় অটোচালক। বিয়ের সময় যৌতুক হিসেবে অনেককিছু নেন। এরপর থেকে নানা জিনিস দাবী করতে থাকেন।
নয়াদিল্লিঃ সন্দেহের বশে স্ত্রীকে নৃশংসভাবে খুন (Murder) করলেন স্বামী। স্ত্রীকে (Wife) হত্যা করে তাঁর দেহ ১৪ টুকরা করেন তিনি। তারপর অটো-রিক্সায় মৃতদেহ নিয়ে যাওয়ার সময় তা পুড়িয়ে দেন তিনি। অভিযুক্তর নাম নাদিম। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। এই হাড়হিম করা ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। পুলিশ জানিয়েছে, গত ২১ শে মে থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না সোনিয়া নামে ওই গৃহবধূকে। তাই থানায় নিখোঁজ ডায়ারি করেন তাঁর বোন। এরপরই তদন্ত শুরু করে পুলিশ। এই ফাঁকে গা ঢাকা দেয় অভিযুক্ত। পুলিশের সন্দেহ হয় তাঁর উপর। এরপরই তাঁকে খুঁজে বের করে পুলিশ। আটক করা হয় তাঁকে। পুলিশি জিজ্ঞাসাবাদে ভেঙে পড়েন অভিযুক্ত। অপরাধের কথা নিজের মুখেই স্বীকার করেন। জানা গিয়েছে, পারেওয়াখেদাতে দিদার বাড়িতে থাকতেন সোনিয়া। সেখানেই নাদিমের সঙ্গে বিয়ে হয় তাঁর। নাদিম পেশায় অটোচালক। বিয়ের সময় যৌতুক হিসেবে অনেককিছু নেন। এরপর থেকে নানা জিনিস দাবী করতে থাকেন। এই নিয়ে বিবাদ লেগেই ছিল। তার জেরেই খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান।
এই খবরটিও পড়ুনঃ গাছের তলায় বিশ্রাম নিচ্ছিলেন, গাড়ির ধাক্কায় মৃত ৪, আহত ২