Monkeypox Case In HP: এবার হিমাচল প্রদেশে সন্দেহভাজন মাঙ্কিপক্স আক্রান্তের খোঁজ মিলল

এবার হিমাচল প্রদেশে (Himachal Pradesh) সন্দেহভাজন মাঙ্কিপক্স (Monkeypox) আক্রান্তের খোঁজ মিলল। সোলান জেলায় (Solan District) এই সন্দেহভাজন মাঙ্কিপক্স সংক্রমণ পাওয়া গিয়েছে বলে শুক্রবার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন। সন্দেহভাজন আক্রান্তের নমুনা পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পাঠানো হয়েছে।

Monkeypox (Photo Credit: File Photo)

সিমলা, ৩০ জুলাই: এবার হিমাচল প্রদেশে (Himachal Pradesh) সন্দেহভাজন মাঙ্কিপক্স (Monkeypox) আক্রান্তের খোঁজ মিলল। সোলান জেলায় (Solan District) এই সন্দেহভাজন মাঙ্কিপক্স সংক্রমণ পাওয়া গিয়েছে বলে শুক্রবার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন। সন্দেহভাজন আক্রান্তের নমুনা পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পাঠানো হয়েছে।

স্বাস্থ্য দফতর জানিয়েছে, বাড্ডি এলাকার বাসিন্দা ওই ব্যক্তির শরীরে ২১ দিন আগে সংক্রমণের উপসর্গ দেখা যায়। তিনি বর্তমানে সুস্থ হয়ে উঠছেন। তাঁকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আইসোলেশনে রাখা হয়েছে এবং আশপাশের এলাকায় নজরদারি করা হচ্ছে। জানা গিয়েছে, ওই ব্যক্তির বিদেশ ভ্রমণের কোনও ইতিহাস নেই। আরও পড়ুন: Monkeypox: মাঙ্কিপক্স না অ্যালার্জি? লাল দাগের আতঙ্কে তরুণী ছুটে গেলেন চিকিৎসকের কাছে

২৭ জুলাই পর্যন্ত দেশে মাঙ্কিপক্স রোগের চারটি নিশ্চিত সংক্রমণ ধরা পড়েছে। যার মধ্যে তিনজন আক্রান্ত কেরালার এবং একজন দিল্লির বাসিন্দা। কেন্দ্রীয় সরকার শুক্রবার লোকসভায় জানিয়েছে যে দেশে মাঙ্কিপক্সের কারণে এখনও পর্যন্ত কারও মৃত্যু হয়নি।