ISIS Terrorist Held In Bengaluru: বেঙ্গালুরু থেকে ধৃত সন্দেহভাজন আইএসআইএস জঙ্গি

কর্নাটকের বেঙ্গালুরু (Bengaluru) থেকে সন্দেহভাজন আইএসআইএস জঙ্গিকে গ্রেফতার করল ন্যাশনাল ইনভেস্টিগেটিভ এজেন্সি (NIA)৷ ধৃতের নাম জোহাইব মান্না (Zohaib Manna)। বুধবার তাকে গ্রেফতার করা হয়েছে। গত বছর থেকেই জোহাইবের খোঁজ চালাচ্ছিলেন গোয়েন্দারা। এনআইএ-র অভিযোগ, সাধারণ যুবকদের মগজ ধোলাই করে জঙ্গি দলে নাম লেখানোর কাজ চালাত জোহাইব। আইএসআইএস এবং আইএসআইএল-র মতো জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ ছিল তার। 'কোরান সার্কেল' নামে একটি দলও তৈরি করেছিল সে। যুবকদের অস্ত্র হাতে তুলে নিতে উস্কানি দিত সে। যুবকদের মনে বিষ ঢালার জন্য সিরিয়ার হিংসাত্মক ছবি এবং ভিডিয়ো দেখাত। ভারত থেকে তুরস্ক হয়ে বেশ কয়েকজন যুবককে সিরিয়ায় পাঠায়েছে জোহাইব।

NIA (Photo Credit: PTI)

বেঙ্গালুরু, ১৮ নভেম্বর: কর্নাটকের বেঙ্গালুরু (Bengaluru) থেকে সন্দেহভাজন আইএসআইএস (ISIS) জঙ্গিকে গ্রেফতার করল ন্যাশনাল ইনভেস্টিগেটিভ এজেন্সি (NIA)৷ ধৃতের নাম জোহাইব মান্না (Zohaib Manna)। বুধবার তাকে গ্রেফতার করা হয়েছে। গত বছর থেকেই জোহাইবের খোঁজ চালাচ্ছিলেন গোয়েন্দারা। এনআইএ-র অভিযোগ, সাধারণ যুবকদের মগজ ধোলাই করে জঙ্গি দলে নাম লেখানোর কাজ চালাত জোহাইব। আইএসআইএস এবং আইএসআইএল-র মতো জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ ছিল তার। 'কোরান সার্কেল' নামে একটি দলও তৈরি করেছিল সে। যুবকদের অস্ত্র হাতে তুলে নিতে উস্কানি দিত সে। যুবকদের মনে বিষ ঢালার জন্য সিরিয়ার হিংসাত্মক ছবি এবং ভিডিয়ো দেখাত। ভারত থেকে তুরস্ক হয়ে বেশ কয়েকজন যুবককে সিরিয়ায় পাঠায়েছে জোহাইব।

সম্প্রতি, ভারতে আইএসআইএস-র জন্য তহবিল সংগ্রহের অভিযোগে বেঙ্গালুরু ও তামিলনাড়ু থেকে ৪ জনকে গ্রেফতার করে এনআইএ। ধৃতরা হল চাল ব্যবসায়ী ইরফান নাসির, তামিলনাড়ুর ব্যাঙ্ক কর্মচারী আহমেদ আবদুল খাদের ও চিকিৎসক মহম্মদ তৌকির মেহবুব। তদন্তে দেখা গিয়েছে যে দেশবিরোধী কার্যকলাপ চালানোর জন্য অভিযুক্তরা বিদেশ থেকে অর্থ পেত। আরও পড়ুন: Cyclone Jawad: বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় 'জওয়াদ', আছড়ে পড়তে পারে অন্ধ্রপ্রদেশে

তদন্তকারী সংস্থার দাবি, তাদের সঙ্গে সিরিয়ার আইএসআইএস জঙ্গিদের যোগাযোগ ছিল। ভারত থেকে সাতটি ব্যাচে যুবকদের সিরিয়ায় পাঠিয়েছে অভিযুক্তরা। গোষ্ঠীটি ভারতে একটি শক্তিশালী আইএসআইএস সংগঠন তৈরি করার পরিকল্পনা করেছিল।