Suriname: সুরিনামের সর্বোচ্চ সম্মানে ভূষিত হলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূ

৪ জুন সুরিনামের পারামারিবোতে পৌছন রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূ

Photo Credit ANI

প্রথম ভারতীয় হিসেবে সুরিনামের সর্বোচ্চ সম্মানে ভূষিত হলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূ ।সোমবার সুরিনামের রাষ্ট্রপতি চন্দ্রিকাপারশদ সান্তোকির হাত থেকে পুরষ্কার গ্রহন করেন তিনি। পুরষ্কার গ্রহণ করার পর মূর্মূ জানান এই পুরষ্কার শুধুমাত্র তাঁর জন্যই নয় গোটা ভারতবাসীর কাছে তাৎপর্যপূর্ণ।

তিনি জানান, "আমি সুরিনামের'গ্রান্ড অর্ডার অফ দ্য চেইন অফ ইয়োলো স্টার' সর্বোচ্চ সম্মান পেয়ে অভিভূত, শুধু আমার কাছেই নয়, ১.৪ বিলিয়ন ভারতবাসীর কাছেও  এই সম্মানের তাৎপর্য রয়েছে " বলে জানান তিনি।

সার্বিয়া ও সুরিনাম সফরে রয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূ। ৪ জুন সুরিনামের পারামারিবোতে পৌছন তিনি। সেখানে তাঁকে স্বাগত জানান সুরিনামের রাষ্ট্রপতি চন্দ্রিকাপারশদ সান্তোকি।দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে উন্নত করতে দুপক্ষের মধ্যে আলোচনাও সারেন তাঁরা। স্বাস্থ্য এবং কৃষি সহ ৪ টি ক্ষেত্রে মউ স্বাক্ষর করে দুই দেশ।

সুরিনামে প্রথম ভারতীয় পুরুষ এবং মহিলাকে  সম্মান জানিয়ে বাবা এবং মায় মনুমেন্টে শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি।এছাড়া মামা সুরিনাম মনুমেন্টেও শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি।